খাগড়াছড়িতে বুক পকেটে চিরকুট রেখে যুবকের আত্মহত্যা

খাগড়াছড়ি প্রতিনিধি | বুধবার , ২৯ অক্টোবর, ২০২৫ at ৫:৫২ অপরাহ্ণ

খাগড়াছড়ির দীঘিনালায় পারিবারিক টানাপোড়েনের জেরে এক যুবক আত্মহত্যা করেছে। আজ বুধবার বিকালে দীঘিনালা উপজেলার কবাখালী বাজারে এক দোকান ঘরের সিলিংয়ে ঝুলন্ত অবস্থায় তার মৃতদেহ উদ্ধার করে পুলিশ।

নিহতের নাম আবু ছিদ্দিক রাঙ্গামাটির লংগদু উপজেলার ৫নং সোনাই এলাকার সাবেক মেম্বার আবু তাহেরের সন্তান। নিহত ব্যক্তি কবাখালী বাজারে একটি ডেকোরেশন দোকানে কাজ করতেন। ঘটনার দিন দোকানের দরজা বন্ধ করে ভিতরে ঘরের আড়ার সাথে গলায় ফাঁস দেন তিনি।

পুলিশ জানায়, স্থানীয়দের থেকে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মৃতদেহটি উদ্ধার করে। এসময় লাশ সুরতহালের সময় তার পকেট থেকে একটি চিরকুট পাওয়া যায়। চিরকুটে পারিবারিক অশান্তি এবং সংসারে টানাপোড়েনের কথা উল্লেখ ছিল বলে জানিয়েছেন পুলিশ।

দীঘিনালা থানার অফিসার্স ইনচার্জ মো. জাকারিয়া বলেন, স্থানীয়দের বরাতে ঝুলন্ত অবস্থায় আমরা একটি মরদেহ উদ্ধার করেছি। লাশের সুরতহাল করা হয়েছে। তার পকেট থেকে একটি চিরকুট পাওয়া গেছে। এ চিরকুট তার নিজের লেখা কিনা সেটার ফরেনসিক পরীক্ষা করে দেখা হবে। লাশ ময়নাতদন্তের জন্য হাসপাতালে প্রেরণ করা হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

পূর্ববর্তী নিবন্ধলক্ষ্মীপুরে সড়ক দুর্ঘটনায় বাঁশখালীর যুবক নিহত
পরবর্তী নিবন্ধবিভিন্ন পণ্যের আড়ালে গুপ্তভাবে প্রবেশ করছে অবৈধ সিগারেট