খাগড়াছড়িতে বিলাসবহুল একটি গাড়িতে আগুন

ধারণা করা হচ্ছে গাড়িটি কুজেন্দ্র লাল ত্রিপুরার

খাগড়াছড়ি প্রতিনিধি | বৃহস্পতিবার , ২২ আগস্ট, ২০২৪ at ১১:৫৩ পূর্বাহ্ণ

খাগড়াছড়ির গুইমারায় কয়েক কোটি টাকা মূল্যের একটি গাড়িতে অগ্নি সংযোগ করেছে দুর্বৃত্তরা। গত মঙ্গলবার রাত সাড়ে ১১টার দিকে উপজেলার যৌথ খামার এলাকায় এ ঘটনাটি ঘটে। ধারণা করা হচ্ছে গাড়িটি পার্বত্য চট্টগ্রাম বিষয়ক সাবেক প্রতিমন্ত্রী কুজেন্দ্র লাল ত্রিপুরার।

স্থানীয় সূত্র জানায়, খাগড়াছড়ি থেকে (ঢাকা মেট্রো ঘ১৫.৭৬৩০) একটি বিলাসবহুল গাড়ি গুইমারা বাজারের দিকে আসছিল। গাড়িটি উপজেলার যৌথ খামার এলাকায় পৌঁছালে আগে থেকে উৎপেতে থাকা একদল দুর্বৃত্ত বেশ কয়েকটি ফাঁকা গুলি করে। এ সময় গাড়িতে থাকা ড্রাইভারসহ দুই ব্যক্তি জীবন রক্ষার্থে পালিয়ে গেলে দুর্বৃত্তরা গাড়িটিতে আগুন ধরিয়ে দেয়। গাড়ি থেকে পালিয়ে যাওয়া ব্যক্তিদের সঠিক কোনো তথ্য পাওয়া না গেলেও ধারণা করা হচ্ছে এটি খাগড়াছড়ির সাবেক সংসদ সদস্য পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী কুজেন্দ্র লাল ত্রিপুরার গাড়ি। গুইমারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ আরিফুল ইসলাম জানান, গাড়িটিতে অগ্নি সংযোগের সংবাদ পেয়ে আমরা ঘটনাস্থলে যাই। এটি কার গাড়ি এ বিষয়ে তদন্ত চলছে। একই সাথে কারা ঘটনাটি ঘটিয়েছে তাও খতিয়ে দেখা হচ্ছে।

পূর্ববর্তী নিবন্ধআয়কর পরিপত্র ২০২৪-২০২৫ এর ওপর আলোচনা
পরবর্তী নিবন্ধশহীদ নিবাস নামে ঘর পাচ্ছে মহেশখালীর তানভিরের পরিবার