খাগড়াছড়ির মাটিরাঙ্গায় পর্যটকবাহী বাস ও পিকআপ মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত হয়েছে। এ ঘটনায় গুরুতর আহত হয়েছে অন্তত আরো ১০ জন।
আজ বুধবার সকাল সাড়ে ৯টার দিকে খাগড়াছড়ির প্রধান সড়কের মাটিরাঙ্গার সাপমারা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- খাগড়াছড়ি জেলা শহরের বসুন্ধরা এলাকার বাসিন্দা মৃত ননী গোপাল গুহের স্ত্রী প্রীতি বালা গুহ (৪৫) ও মৃত গৌরাঙ্গ ঘোষের স্ত্রী অনিমা ঘোষ (৬৫)।
পুলিশ জানায়, বিপরীত দিক থেকে আসা একটি পর্যটকবাহী বাসের সাথে মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। এতে পিকআপে থাকা দুই নারীর ঘটনাস্থলে মৃত্যু হয়। ঘটনার পর স্থানীয়রা হতাহতের উদ্ধার করে খাগড়াছড়ি সদর হাসপাতালে নিয়ে আসে।
খাগড়াছড়ি সদর হাসপাতালের চিকিৎসক ডা: শহিদুজ্জামান জানান, আহতদের মধ্যে ৫জনের অবস্থা আশংকাজনক।
খাগড়াছড়ির পুলিশ সুপার মুক্তা ধর ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ঘাতক বাসটি জব্দ করা হয়েছে।