খাগড়াছড়িতে বাস ও ট্রাকের সংঘর্ষ, চালক আহত

খাগড়াছড়ি প্রতিনিধি | শুক্রবার , ১৭ নভেম্বর, ২০২৩ at ৬:৩৫ অপরাহ্ণ

খাগড়াছড়ির মানিকছড়িতে বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সময় ট্রাক চালক গুরুতর আহত হয়।

আজ শুক্রবার বিকেল ৪ টার দিকে মানিকছড়ির তিন টহরি এলাকার বড় ডলু এলাকায় এ ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, শান্তি পরিবহনের একটি বাস চট্টগ্রাম থেকে খাগড়াছড়ি যাচ্ছিল। এ সময় বড় ডলু এলাকায় চট্টগ্রামগামী ট্রাকের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে দুটো গাড়ির সামনের অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে।

এ সময় ট্রাক চালক গুরুতর আহত হলে তাকে উদ্ধার করে চট্টগ্রামে পাঠানো হয়। মানিকছড়ি থানার ওসি আনচারুল করিম বলেন, দুটো গাড়ির মুখামুখি সংর্ঘষ হলে ট্রাক চালক আহত হয়। এছাড়া গাড়ির দুটোর সামনের অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে ।

পূর্ববর্তী নিবন্ধরাঙামাটি-চট্টগ্রাম সড়কে অটোরিকশার ওপর ভেঙে পড়ল গাছ
পরবর্তী নিবন্ধপ্রাকৃতিক দুর্যোগে ফেরি বন্ধ, ঝূুকি নিয়ে বোয়ালখালীবাসীর নৌকা পারাপার