খাগড়াছড়িতে বাবাকে পিটিয়ে হত্যা করল ছেলে

খাগড়াছড়ি প্রতিনিধি | মঙ্গলবার , ২১ জানুয়ারি, ২০২৫ at ৪:২৭ অপরাহ্ণ

খাগড়াছড়ির মানিকছড়িতে ছেলের আঘাতে বাবার মৃত্যুর ঘটনা ঘটেছে। সোমবার গভীর রাতে উপজেলার মূয়রখীল এলাকায় এই ঘটনা ঘটে। নিহতের নাম বিনোধ বিহারী মজুমদার। ঘটনার পর থেকে ঘাতক ছেলে খোকন মজুমদার পলাতক।

মানিকছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুল হাসান জানান,‘গতকাল গভীর রাতে ছেলের আঘাতে বাবার মৃত্যু হয়েছে। তবে এখনো ঘটনরা বিস্তারিত জানতে পারিনি।

যতদূরে জেনেছি জমি বিক্রির টাকা লেনদেন নিয়ে উভয়ের মধ্যে বিরোধ চলছিল। এ্র থেকে ঘটনার সূত্রপাত হতে পারে। তদন্তের পর ঘটনার বিস্তারিত জানা যাবে। হাসপাতালে নেওয়ার পর বিনোধ বিহারীর মৃত্যু হয়।’

পূর্ববর্তী নিবন্ধকাপ্তাই উপজেলা আ. লীগ সভাপতি খুলশী থেকে গ্রেপ্তার
পরবর্তী নিবন্ধসীতাকুণ্ডে ৭৩০০ ইয়াবাসহ রোহিঙ্গা মা-মেয়ে গ্রেপ্তার