খাগড়াছড়িতে বাড়িতে একা পেয়ে গৃহবধূকে ধর্ষণ, গ্রেপ্তার ১

খাগড়াছড়ি প্রতিনিধি | বুধবার , ১৯ মার্চ, ২০২৫ at ৪:০৮ পূর্বাহ্ণ

খাগড়াছড়ির দীঘিনালায় গৃহবধূকে ধর্ষণের ঘটনায় হোসেন মিয়া নামে একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত সোমবার সকালে উপজেলার মেরুং ইউনিয়নের বেতছড়ির পশ্চিম পাড়া এলাকায় এ ঘটনা ঘটে। ঘটনার পর ধর্ষক হোসেন মিয়াকে আটক করে পুলিশে দেয় স্থানীয়রা।

দীঘিনালা থানার ওসি মো. জাকারিয়া বলেন, সোমবার সকালে স্বামী না থাকায় ভিকটিমকে একা পেয়ে হোসেন মিয়া ধর্ষণ করে। বিষয়টি জানাজানি হওয়ার পর ধর্ষণের অভিযোগে স্থানীয়রা হোসেন মিয়াকে আটক করে। পুরে পুলিশ গিয়ে তাকে গ্রেপ্তার করে থানায় নিয়ে আসে।

ওসি আরো বলেন, এ ঘটনায় ভিকটিম বাদী হয়ে মামলা দায়ের করেন। গ্রেপ্তার ব্যক্তিকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

পূর্ববর্তী নিবন্ধকৌতুক কণিকা
পরবর্তী নিবন্ধউত্তর জেলা বিএনপির তিন সাংগঠনিক ইউনিটের আহ্বায়ক কমিটি বাতিল