খাগড়াছড়ির দীঘিনালায় সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে মানবিক সহায়তা ও স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী দিয়েছে বেসরকারি উন্নয়ন সংস্থা জাবারাং কল্যাণ সমিতি ও কারিতাস।
রোববার বিকেল ৪টায় দীঘিনালার বোয়ালখালী ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে বন্যায় ক্ষতিগ্রস্ত ৮৫ পরিবারের মাঝে ছয় হাজার টাকা করে নগদ অর্থ ও স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী বিতরণ করা হয়।
বিতরণকালে বোয়ালখালী ইউনিয়নের চেয়ারম্যান চয়ন বিকাশ ত্রিপুরা’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মো. মামুনুর রশীদ।
জাবারাং কল্যাণ সমিতি’র প্রোগ্রাম কো-অর্ডিনেটর বিনোদন ত্রিপুরা’র সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন জাবারাং কল্যাণ সমিতি’র নির্বাহী পরিচালক মথুরা বিকাশ ত্রিপুরা। তিনি বলেন,’পর্যায়ক্রমে দীঘিনালা উপজেলায় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত মেরুং ইউনিয়নসহ অন্যান্য এলাকাগুলোতে সহায়তা দেওয়া হবে।”
এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ত্রিপুরা কল্যাণ সংসদের সাবেক সভাপতি নলেন্দ্র লাল ত্রিপুরা,জাবারাং কল্যাণ সমিতি’র চেয়ারপার্সন এস অনন্ত বিকাশ ত্রিপুরা,দীঘিনালা উপজেলার মহিলা ভাইস চেয়ারম্যান সীমা দেওয়ান ,কারিতাস চট্টগ্রামের আঞ্চলিক পরিচালক মার্সেল রতন গুদা,খাগড়াছড়ি সাংবাদিক ইউনিয়নের সভাপতি প্রদীপ চৌধুরী প্রমুখ ।