খাগড়াছড়িতে পিকনিক বাস-ট্রাক সংঘর্ষে আহত ১৭

খাগড়াছড়ি প্রতিনিধি | শনিবার , ২৫ জানুয়ারি, ২০২৫ at ৯:০৫ পূর্বাহ্ণ

খাগড়াছড়িচট্টগ্রাম সড়কের মানিকছড়িতে পিকনিক বাস ও ট্রাকের সংঘর্ষে বাসে থাকা অন্তত ১৭ জন আহত হয়েছেন। গতকাল শুক্রবার সকাল সাড়ে ৮টায় উপজেলার তিনটহরী গুচ্ছগ্রাম এলাকায় এ দূর্ঘটনা ঘটে।

মানিকছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহমুদুল হাসান জানান, সকালে শান্তি পরিবহনের বাসে করে খাগড়াছড়ি পুলিশ লাইন স্কুলের শিক্ষকবৃন্দ পারিবারিক পিকনিকে চট্টগ্রামের উদ্দেশ্যে রওয়ানা হয়ে মানিকছড়ি উপজেলার তিনটহরী গুচ্ছগ্রাম এলাকায় পৌঁছালে অপরদিক থেকে দ্রুত গতিতে আসা ট্রাকের সাথে সংঘর্ষ ঘটে। পরে পুলিশ, সেনাবাহিনী ও স্থানীয়রা আহতদের উদ্ধার করে মানিকছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেঙ পাঠায়। আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠায়। ট্রাকের চালক ঘটনার পরপরই পালিয়ে যায়।

পূর্ববর্তী নিবন্ধবোয়ালখালীতে জিয়াউর রহমানের জন্মবার্ষিকী উদযাপন
পরবর্তী নিবন্ধবাঁশখালীতে ১২ মামলার পলাতক আসামি গ্রেপ্তার