খাগড়াছড়িতে পাহাড় কাটায় ছয় দিনে ৬ মামলা, জরিমানা

খাগড়াছড়ি প্রতিনিধি | শনিবার , ১০ মে, ২০২৫ at ১০:৩১ পূর্বাহ্ণ

খাগড়াছড়িতে অবৈধভাবে পাহাড় কাটার ঘটনায় ৬টি মামলা করছে পরিবেশ অধিদপ্তর। চলতি মাসের প্রথম ছয় দিনে জেলার বিভিন্ন উপজেলায় পাহাড় ও টিলা কর্তনের ঘটনায় মামলাগুলো দায়ের করা হয়। অল্প সময়ের ব্যবধানে খাগড়াছড়িতে এত সংখ্যাক মামলা দায়েরের ঘটনা এবারই প্রথম। গতকাল শুক্রবার বিষয়টি নিশ্চিত করেছেন খাগড়াছড়ি পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক হাছান আহম্মদ।

তিনি বলেন, শুষ্ক মৌসুমে জেলার বিভিন্ন উপজেলায় পাহাড় কর্তনের ঘটনা বেড়েছে। চলতি বছর থেকে খাগড়াছড়িতে পরিবেশ অধিদপ্তরের নিজস্ব কার্যালয় খোলা হয়েছে। এরপর থেকে পাহাড় কাটার অভিযোগে ভিত্তিতে আমরা বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করেছি। এর মধ্যে কয়েকটি উপজেলায় পাহাড় কর্তনের ঘটনায় মোট ৬টি মামলা হয়েছে। এর মধ্যে খাগড়াছড়ি সদর উপজেলায় একটি, মানিকছড়িতে ২টি, দীঘিনালায় ২টি ও রামগড়ে ১টি মামলা দায়ের করা হয়। এছাড়া ভিন্ন দুইটি ঘটনায় তিন লাখ পনের হাজার টাকা পরিবেশগত ক্ষতিপূরণ আরোপ করা হয়।

খাগড়াছড়ি পরিবেশ অধিদপ্তর সূত্রে জানা যায়, জেলার দীঘিনালার বোয়ালখালী ইউনিয়নের ৫ নং ওয়ার্ডে পোমাংপাড়ার বাসিন্দা প্রীতি রঞ্জন ত্রিপুরার বিরুদ্ধে সহকারী পরিচালক হাছান আহম্মদ বাদী হয়ে ৬মে দীঘিনালা থানায় নিয়মিত মামলা দায়ের করেন। ৫ মে মানিকছড়ির যোগ্যাছোলা ইউনিয়নের গাড়িটানা এলাকার আবু তাহের মোল্লা ও মো. জানে আলমের বিরুদ্ধে মানিকছড়ি থানায় পরিবেশ আইনে মামলা দায়ের করা হয়। এছাড়া ৪মে পাহাড়ের মাটি কাটার অভিযোগে নুর ইসলাম ও মো. রাসেলের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়। রামগড়ের শশ্মানটিলা এলাকায় পাহাড় কাটার অভিযোগে স্থানীয় বাসিন্দা মো. আলমগীর, মো. সবুজ মিয়ার বিরুদ্ধে পরিবেশ আইনে নিয়মিত মামলা রুজু করা হয়। জেলার দীঘিনালায় মেরুং ইউনিয়নের মধ্য বোয়ালখালীর আলী মিয়ার বিরুদ্ধে ৬মে পরিবেশ আইনে মামলা দায়ের করেন। মামলার পাশাপাশি পাহাড় কাটার ঘটনা পরিবেশগত ক্ষতিপূরণ বাবদ আর্থিক জরিমানাও করা হয়। এর মধ্যে রামগড়ে পুতুল বাহাদুর ছেত্রী, পপি রোয়াজা, কমলি ত্রিপুরা, বিজয় চন্দ্র দে, বিনয় ত্রিপুরাকে ৩ লাখ টাকা জরিমানা করা হয়। এছাড়া দীঘিনালার পশ্চিম কাঁঠালতলী এলাকার রোকেয়া বেগম ও রমজান আলীকে পাহাড় কাটার দায়ে পরিবেশগত ক্ষতিপূরণ বাবদ ১৫ হাজার টাকা জরিমানা করা হয়।

সহকারী পরিচালক হাছান আহম্মদ জানান, পরিবেশের সুরক্ষায় আগামীতে এমন অভিযান অব্যাহত থাকবে।

পূর্ববর্তী নিবন্ধচকরিয়ায় সড়ক বিভাগের জায়গা দখল করে টার্ফ নির্মাণ
পরবর্তী নিবন্ধচান্দগাঁওয়ে ২৪ ঘণ্টায় বিভিন্ন মামলার ২৮ আসামি গ্রেপ্তার