খাগড়াছড়ির মাটিরাঙায় অভিযান চালিয়ে পাহাড় কাটা বন্ধ করেছে ভ্রাম্যমাণ আদালত। এসময় পাহাড় কাটার অভিযোগ জাফর নামে এক ব্যক্তিকে ১ লক্ষ ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।
আজ সোমবার দুপুরে মাটিরাঙা পৌরসভার ৬নং ওয়ার্ডের থানা পাড়া এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন মাটিারাঙা উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মো. মেজবাহ উদ্দিন।
তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করা হয়। এসময় অভিযুক্ত ব্যক্তি পাহাড় কাটার অভিযোগ স্বীকার করায় বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন ১৯৯৫( সংশোধন ২০১০) অনুসারে ১ লক্ষ ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। অনাদায়ে ৩ মাসের বিনাশ্রম কারাদন্ড দেয়া হয়। তাৎক্ষণিকভাবে জরিমানা পরিশোধ করায় কারাদন্ড দেয়া হয়নি।
ভবিষ্যতেও এই ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানান সহকারী কমিশনার।