‘দল যার যার ছাত্র পরিষদ সবার’ এই স্লোগানকে সামনে রেখে পার্বত্য চট্টগ্রাম ছাত্র পরিষদের কেন্দ্রীয় সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
এ উপলক্ষে গতকাল শনিবার জেলা শহরের চেঙ্গী স্কোয়ার থেকে একটি র্যালি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে অফিসার্স ক্লাবে এসে শেষ হয়। সম্মেলনের উদ্বোধন করেন পার্বত্য চট্টগ্রাম ছাত্র পরিষদের কেন্দ্রীয় কমিটির ভারপ্রাপ্ত সভাপতি মো. আতাউর রহমান। কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক মো. আসাদ উল্লাহর সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদের কেন্দ্রীয় চেয়ারম্যান কাজী মো.মুজিবর রহমান।