দ্বাদশ সংসদ নির্বাচনে ২৯৮ নং খাগড়াছড়ি সংসদীয় আসনে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী ৯ জন। নৌকার বৈঠা কার হাতে উঠবে তা এখন দেখার বিষয়। ইতোমধ্যে বর্তমান সংসদ সদস্য কুজেন্দ্র লাল ত্রিপুরা, সাবেক সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের উপদেষ্টা মন্ডলীর সদস্য যতীন্দ্র লাল ত্রিপুরা, সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য বাসন্তী চাকমা, খাগড়াছড়ি জেলা আওয়ামী লীগের সহসভাপতি রণ বিক্রম ত্রিপুরা, খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সহসভাপতি কংজরী চৌধুরী, খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান চাইথো অং মারমা, খাগড়াছড়ি জেলা আওয়ামী লীগের সহসভাপতি সমীর দত্ত চাকমা, খাগড়াছড়ি জেলা পরিষদের চেয়ারম্যান মংসুইপ্রু চৌধুরী অপু ও সাবেক ছাত্রলীগ নেতা নিকি রোয়াজাসহ ৯ জন মনোনয়ন ফর্ম কিনে জমা দিয়েছেন।
এর মধ্যে বর্তমান সংসদ সদস্য ও জেলা আ. লীগের সভাপতি কুজেন্দ্র লাল ত্রিপুরা এবং জেলা আ. লীগের সহসভাপতি রণ বিক্রম ত্রিপুরা দুজন সর্ম্পকে আপন বেয়াই।
খাগড়াছড়ি জেলা নির্বাচন অফিস সূত্রে জানা যায়, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে খাগড়াছড়ি ২৯৮ নং সংসদীয় আসনে মোট ভোটার ৫ লাখ ১৫ হাজার ৩৪৬ জন। তার মধ্যে নারী ভোটার ২ লাখ ৫৩ হাজার ২৮৫ জন আর পুরুষ ভোটার ২ লাখ ৬২ হাজার ৬১। গত বারের চেয়ে ভোটার বেড়েছে ৭৩ হাজার ৬০৩ জন। মোট অর্ধেকেই ক্ষুদ্র নৃগোষ্ঠীর।