আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ উপলক্ষে খাগড়াছড়িতে মানববন্ধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার খাগড়াছড়ি প্রেসক্লাবের সামনে আয়োজিত মানববন্ধনে ১৩টি বেসরকারি উন্নয়ন সংস্থা অংশ নেয়। এসময় বক্তারা বলেন,পাহাড় ও সমতলে নারীর প্রতি সকল ধরনের সহিংসতা প্রতিরোধ করতে হবে। এজন্য সবার আগে আইনের শাসন প্রতিষ্ঠা করতে হবে। পরে জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে ‘নারী ও কন্যা শিশুর বিরুদ্ধে সহিংসতা বন্ধ করতে একত্রিত হউন’ প্রতিপাদ্যে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এসময় খাগড়াছড়িসহ পার্বত্য অঞ্চলে নারীদের সামাজিক, অর্থনৈতিক এবং সাংস্কৃতিক উন্নয়ন নিশ্চিত করার জন্য একযোগে কাজ করার আহ্বান জানান বক্তারা।সভায় প্রধান অতিথি ছিলেন খাগড়াছড়ির অতিরিক্ত জেলা প্রশাসক রুমানা আক্তার।