খাগড়াছড়িতে নতুন বিদ্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন

১৪ গ্রামে নেই কোন উচ্চ বিদ্যালয়

খাগড়াছড়ি প্রতিনিধি | বুধবার , ১৩ নভেম্বর, ২০২৪ at ৫:৩১ পূর্বাহ্ণ

খাগড়াছড়ির ভাইবোনছড়ায় রাধামন কলক জেলা প্রশাসন উচ্চ বিদ্যালয়ের ভিত্তি প্রস্তর স্থাপন করা হয়েছে। গতকাল মঙ্গলবার দুপুরে ভিত্তিপ্রস্তর উদ্বোধন করেন জেলা প্রশাসক মো. সহিদুজ্জামান। এ সময় জেলা প্রশাসক বলেন, ভাইবোনছড়া ইউনিয়নের ১৪টি গ্রামে প্রায় ১ হাজার ৫শ পরিবার বসবাস করে। এখানে কোন উচ্চ বিদ্যালয় নেই। এখানকার ছেলেমেয়েদের অনেক দূরদূরান্তে গিয়ে পড়াশোনা করতে হয়। সে জন্য এখানকার এলাকাবাসীর উদ্যোগে রাধামন কলক জেলা প্রশাসন উচ্চ বিদ্যালয় নির্মাণের উদ্যোগ গ্রহণ করেছি। এ সময় অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) রুমানা আক্তার, খাগড়াছড়ি সদর উপজেলা নির্বাহী অফিসার সুজন চন্দ্র রায় প্রমুখ উপস্থিত ছিলেন।

পূর্ববর্তী নিবন্ধকাঁশখালী খালে নির্মাণ করা অবকাঠামো ভেঙে দিল জনতা
পরবর্তী নিবন্ধচবি ক্যাম্পাসকে প্লাস্টিকের দূষণ থেকে মুক্ত করা হবে : উপাচার্য