খাগড়াছড়িতে দুই এইচএসসি পরীক্ষার্থী বহিষ্কার

খাগড়াছড়ি প্রতিনিধি | মঙ্গলবার , ৮ জুলাই, ২০২৫ at ৮:৩৩ পূর্বাহ্ণ

খাগড়াছড়ির দীঘিনালা সরকারি ডিগ্রি কলেজে অনুষ্ঠিত এইচএসসি তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) পরীক্ষা চলাকালীন দুই শিক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে। গতকাল সোমবার পরীক্ষা চলাকালে চট্টগ্রাম শিক্ষা বোর্ডের ৬ সদস্যের বিশেষ ভিজিল্যান্স টিম কেন্দ্রটি পরিদর্শনে গিয়ে মোবাইল ফোন বহন ও অসদুপায় অবলম্বনের দায়ে তাদের বহিষ্কার করেন।

ভিজিল্যান্স টিমের দলনেতা বিমল চাকমার নেতৃত্বে দলটি পরীক্ষা কেন্দ্রের বিভিন্ন কক্ষ ঘুরে দেখেন। এসময় দুজন পরীক্ষার্থীর কাছে মোবাইল ফোন পাওয়া যায় এবং নকল করার চেষ্টাকালে ধরা পড়লে ওই দুজনকে পরীক্ষা থেকে বহিষ্কার করা হয়।

পরীক্ষা কেন্দ্রের হল নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ বিষয়টি নিশ্চিত করে বলেন, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) পরীক্ষায় অসদুপায় অবলম্বনের কারণে ২ শিক্ষার্থীকে বোর্ড ভিজিল্যান্স টিম বহিষ্কার করেছে। এর আগে গত ৩ জুলাই ইংরেজি ২য় পরীক্ষায় ও ৫ শিক্ষার্থীকে বহিষ্কার করা হয়।

পূর্ববর্তী নিবন্ধড. মুহম্মদ শহীদুল্লাহসহ বাঙালি দার্শনিকদের জীবনকর্ম পাঠ্যপুস্তকে অন্তর্ভুক্তি করা হোক
পরবর্তী নিবন্ধবোয়ালখালীতে তিন দোকানিকে জরিমানা