খাগড়াছড়িতে উচ্চ আদালতের নির্দেশে তিনটি ইটভাটা বন্ধ করেছে প্রশাসন। গতকাল বৃহস্পতিবার দুপুরে গুইমারায় পৃথক অভিযান চালায় ভ্রাম্যমাণ আদালত। এ সময় অনুমোদন না থাকায় উপজেলার আমতলীতে অবৈধভাবে পরিচালিত তারা ব্রিকস, ফোরস্টার ও এসবিএম ভাটা বন্ধ ঘোষণা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী হাকিম আইরিন আকতার।
তিনি জানান, পরিবেশবাদীদের রিট আবেদনের প্রেক্ষিতে মহামান্য হাইকোর্ট ইটভাটা বন্ধের জন্য গত পরশুদিন নির্দেশনা দেন। নির্দেশনা মোতাবেক ভ্রাম্যমাণ আদালত ইট প্রস্তুত ও ভাটা স্থাপন, (নিয়ন্ত্রণ) আইন, ২০১৩–এর ৪ ধারা অনুসারে তিনটি ইটভাটাকে ২ লাখ টাকা করে মোট ৬ লাখ টাকা অর্থদণ্ড করা হয় এবং ভাটাগুলো বন্ধ করে দেওয়া হয়।
প্রসঙ্গত, সদ্য বিদায়ী বছরের ২৩ ডিসেম্বর অভিযান পরিচালনা করে ইটভাটার কার্যক্রম বন্ধ ও জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালত। তবে প্রশাসনকে তোয়াক্কা না করেই ফের ইটভাটা চালু করায় ৬ লাখ টাকা জরিমানা করেন।