খাগড়াছড়িতে তিনজনকে যাবজ্জীবন কারাদণ্ড

খাগড়াছড়ি প্রতিনিধি | রবিবার , ১০ নভেম্বর, ২০২৪ at ৪:০৬ অপরাহ্ণ

খাগড়াছড়ির দীঘিনালায় কিশোর নুরুল ইসলাম হৃদয় হত্যাকাণ্ডের ঘটনায় তিনজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত। আজ রোববার দুপুরে জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মোঃ আব্দুল্লাহ আল মামুন এই রায় দেন।

আদালতে রায়ে বলা হয়, ২০১১ সালের ফেব্রুয়ারি মাসে মসজিদের সামনে থেকে বই মেলায় নিয়ে যাওয়ায় কথা বলে আসামিরা নরুল ইসলাম হৃদয়কে অপহরণের পর হত্যা করে। এই ঘটনায় নিহেতের পিতা মোঃ আ: ছালাম বাদী হয়ে ঐবছরই দীঘিনালা থানায় মামলা দায়ের করে।

পরে ২০১৩ সালে চার্জশিট জমা দেয় পুলিশ। ১৭ জনের সাক্ষ্যগ্রহণ শেষে হত্যাকাণ্ডের অভিযোগ জড়িত থাকার অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় দীঘিনারা বেতছড়ি এলাকার আক্তার হোসেন, আসাদুল ইসলাম ও মোবারক হোসেনকে দোষী সাব্যস্ত করে যাবজ্জীবন কারাদণ্ড ও বিশ হাজার টাকা অর্থদণ্ড, অনাদায়ে আরও ০৩ (তিন) মাসের বিনাশ্রম কারাদণ্ডে দণ্ডিত করে।

অভিযোগ প্রমাণিত না হওয়ায় নুরুল আলম, মো: আরিফ হোসেন, আমজাদ হোসেন, শফিক মিয়াকে বেকসুর খালাস প্রদান করে আদালত। দন্ডপ্রাপ্ত ৩ আসামি বর্তমানে পলাতক রয়েছে।

পূর্ববর্তী নিবন্ধডোনাল্ড ট্রাম্পের ছবিসহ প্ল্যাকার্ড নিয়ে ১০ আওয়ামী লীগ কর্মী গ্রেপ্তার
পরবর্তী নিবন্ধনগরীতে সাড়ে পাঁচ কোটি টাকার খাসজমি উদ্ধার