খাগড়াছড়িতে তক্ষক পাচারকালে আটক ৩

খাগড়াছড়ি প্রতিনিধি | রবিবার , ৫ জানুয়ারি, ২০২৫ at ৮:৫৮ পূর্বাহ্ণ

খাগড়াছড়িতে বন্যপ্রাণী তক্ষক পাচারকালে ৩ জনকে আটক করে পুলিশে সোপর্দ করেছে বন বিভাগ। গতকাল শনিবার মামলা শেষে আটককৃতদের আদালতে হাজির করে পুলিশ। বিষয়টি নিশ্চিত করেন সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল বাতেন। এর আগে, শুক্রবার বিকেলে খাগড়াছড়িচট্টগ্রাম সড়কের জিরোমাইল এলাকা থেকে পুলিশের সহায়তায় তক্ষকসহ ৩ জনকে আটক করা হয়। পাচারে জড়িত থাকার অপরাধে মো.সালাউদ্দিন, মো.তৌহিদ ও এস এম রফিকুল ইসলামকে আদালতে তোলা হয়েছে। খাগড়াছড়ি সদর রেঞ্জার মোশারফ হোসেন জানান, বন্যপ্রাণী সংরক্ষণ ও নিরাপত্তা আইনে আটককৃতদের বিরুদ্ধে মামলা করা হয়েছে।

পূর্ববর্তী নিবন্ধআনোয়ারায় হাতির আক্রমণে আহত নিরাপত্তাকর্মী
পরবর্তী নিবন্ধসংগীত মানুষের অন্তরকে পরিশুদ্ধ করে