খাগড়াছড়িতে তক্ষক পাচারকালে আটক ৩

খাগড়াছড়ি প্রতিনিধি | শনিবার , ৪ জানুয়ারি, ২০২৫ at ৭:৪০ অপরাহ্ণ

খাগড়াছড়িতে বন্যপ্রাণী তক্ষক পাচারকালে ৩ জনকে আটক করে পুলিশে সোপর্দ করেছে বন বিভাগ। আজ শনিবার বিকেল ৪ টায় মামলা শেষে আটককৃতদের আদালতে হাজির করে পুলিশ। বিষয়টি নিশ্চিত করেন খাগড়াছড়ি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল বাতেন।

এর আগে, গতকাল শুক্রবার বিকেলে খাগড়াছড়ি-চট্টগ্রাম সড়কের জিরোমাইল এলাকা থেকে পুলিশের সহায়তায় তক্ষক সহ ৩ জনকে আটক করা হয়। পাচারে জড়িত থাকার অপরাধে মো. সালাউদ্দিন, মো. তৌহিদ ও এস এম রফিকুল ইসলামকে আদালতে তোলা হয়েছে।

খাগড়াছড়ি সদর রেঞ্জার মোশারফ হোসেন জানান, বন্যপ্রাণী (সংরক্ষণ ও নিরাপত্তা) আইন ২০১২ অনুযায়ী আইনে আটককৃতদের বিরুদ্ধে মামলা করা হয়েছে।

পূর্ববর্তী নিবন্ধনাফ নদীতে কোস্টগার্ডের সাথে গোলাগুলিতে মাদক কারবারি নিহত
পরবর্তী নিবন্ধ‘নির্বাচিত সরকারই জনগণের উন্নয়নে শতভাগ ভূমিকা রাখতে পারে’