খাগড়াছড়িতে ড্রেন থেকে এক নবজাতক উদ্ধার

খাগড়াছড়ি প্রতিনিধি | মঙ্গলবার , ২১ অক্টোবর, ২০২৫ at ১১:৫৭ পূর্বাহ্ণ

খাগড়াছড়িতে ড্রেন থেকে এক নবজাতককে উদ্ধার করেছে পুলিশ। সোমবার (২০ অক্টোবর) রাত সাড়ে ১১ টার দিকে পূর্ব শান্তিনগরের রাজু বোর্ডিংয়ের পিছনে একটি ড্রেন থেকে নবজাতককে উদ্ধার করার পর খাগড়াছড়ি সদর হাসপাতালের শিশু ওয়ার্ডে ভর্তি করা হয়।

খাগড়াছড়ি সদর থানার ওসি মোঃ আব্দুল বাতেন মৃধা বলেন, রাত সাড়ে ১১ টার দিকে ড্রেনে এক নবজাতক স্থানীয়রা দেখতে পায়। পরে পুলিশকে খবর দেওয়ার পর উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসে। বর্তমানে নবজাতক চিকিৎসাধীন রয়েছে।

ইতোমধ্যে সদর উপজেলা সমাজসেবা অফিসকে অবগত করেছি। তারা নবজাতকের বিষয়ে পরবর্তী সিদ্ধান্ত নিবেন।

খাগড়াছড়ি আধুনিক সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) রিপল বাপ্পি চাকমা বলেন, বাচ্চাটিকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। সে সুস্থ রয়েছে।

পূর্ববর্তী নিবন্ধপ্রিমিয়ার ভার্সিটির সিএসই বিভাগের সৈয়দ মোহাম্মদ মিনহাজ হোসাইন স্মরণে দোয়া মাহফিল
পরবর্তী নিবন্ধচট্টগ্রামে ছাদ ধসে নির্মাণ শ্রমিকের করুণ মৃত্যু