খাগড়াছড়িকে যানজট মুক্ত রাখতে ট্রাফিক ব্যবস্থা নিয়ন্ত্রণে কাজ করছে আন্দোলন কারী শিক্ষার্থীরা। বৃহস্পতিবার সকাল থেকে খাগড়াছড়ি শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়কে দাঁড়িয়ে বৈষম্য বিরোধী আন্দোলনকারী শিক্ষার্থীদের সাথে যোগ দিয়েছে গ্রাম প্রতিরক্ষা বাহিনী ও আনসার সদস্যরা। এছাড়া রেড ক্রিসেন্ট ছাত্র যুব ও স্কাউট দলকে ট্রাফিক বিভাগের দায়িত্ব পালন করতে দেখা যায়।
ছাত্ররা জানান, চলমান পরিস্থিতিতে ট্রাফিক পুলিশ রাস্তায় না থাকায় পৌর শাপলা চত্বর মোড়, চেংগী স্কয়ার মোড়, পানকাইয়া পাড়া মোড়সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্ট এ যানবাহনগুলোকে নিয়ম–শৃঙ্খলার মধ্যে চলাচল করতে সাহায্য করছে তারা। শিক্ষার্থীদের এমন উদ্যোগকে সাধুবাদ জানিয়েছে স্থানীয়রা।












