খাগড়াছড়িতে টিসিবির পণ্যসহ ২ জনকে আটক করেছে পুলিশ

খাগড়াছড়ি প্রতিনিধি | শুক্রবার , ২১ মার্চ, ২০২৫ at ৯:৩৫ পূর্বাহ্ণ

খাগড়াছড়িতে অভিযান চালিয়ে টিসিবির পণ্য সহ ২ জনকে আটক করেছে সদর থানা পুলিশ। গতকাল বৃহস্পতিবার দুপুরে এক প্রেস বিবৃতিতে এ তথ্য জানায় জেলা পুলিশ। পুলিশ জানায়, বুধবার বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে সদরের কুমিল্লাটিলা ২নং ওয়ার্ডস্থ এলাকার নাজমুল স্টোরে অভিযান চালিয়ে দোকান থেকে সরকারি টিসিবির পণ্য ৫৪ কেজি মসুর ডাল, ২৭ কেজি চিনি ৫৪ লিটার সয়াবিন তেল উদ্ধার কর হয়। এসময় অভিযুক্ত মো. নাজমুল হাসানকে আটক করে পুলিশ। এছাড়াও আটককৃতের দেয়া অন্য অনুযায়ী ঘটনার সাথে জড়িত অপর মো. জহিরুল ইসলামকেও আটক করা হয়। খাগড়াছড়ি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল বাতেন মৃধা জানান, এ ঘটনায় খাগড়াছড়ি সদর থানায় সংশ্লিষ্ট ধারায় মামলা করা হয়েছে। আটককৃত আসামীদের আদালতে সোপর্দ করা হয়েছে।

পূর্ববর্তী নিবন্ধজাতীয় নাগরিক পার্টির গণমানুষের ইফতার
পরবর্তী নিবন্ধবাঁশখালীতে সবুজ গম্বুজ পরিবারের রমজানের তোহফা বিতরণ