খাগড়াছড়িতে জেলা প্রশাসকের কার্যালয় ঘেরাও, ধর্ষকদের গ্রেফতার ও শাস্তির দাবি

খাগড়াছড়ি প্রতিনিধি | মঙ্গলবার , ২৭ আগস্ট, ২০২৪ at ৪:৫৬ অপরাহ্ণ

খাগড়াছড়ির রামগড়ে পাহাড়ি নারী ধর্ষণের ঘটনায় জড়িতদের গ্রেফতার ও শাস্তির দাবিতে বিক্ষোভ মিছিল, সমাবেশ ও জেলা প্রশাসকের কার্যালয় ঘেরাও করেছে বিক্ষুদ্ধ শিক্ষার্থীরা।

মঙ্গলবার (২৭ আক্টোবর) সকালে খাগড়াছড়ি গেট থেকে বের হওয়া বিক্ষোভ মিছিলে হাজারো শিক্ষার্থী অংশ নেয়। পরে মিছিল নিয়ে জেলা প্রশাসক কার্যালয় ঘেরাও করে তারা। প্রায় আধা ঘন্টা সেখানে অবস্থান নেয়। পরে জেলা প্রশাসক মো. সহিদুজ্জামান ও পুলিশ সুপার মুক্তা ধর ধর্ষকদের গ্রেফতার ও ভিকটিমকে সহায়তায় আশ্বাস দেয়ায় শিক্ষার্থীরা ফিরে আসেন।

পরে শহরের চেঙ্গী স্কোয়ারে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে শিক্ষার্থীদের পক্ষ থেকে বক্তব্য রাখেন হিতার্থ চাকমা, সুকন চাকমা, তোশিতা চাকমা প্রমুখ।

বক্তারা, প্রশাসনকে ধর্ষকদের গ্রেফতারে পাঁচ দিনের আল্টিমেটাম দিয়েছে। অন্যথায় কঠোর কর্মসূচি ঘোষনা করার হুশিয়ারি দেন।

উল্লেখ যে গত ২২ আগস্ট জেলার রামগড়ের পাতাছড়ায় এক পাহাড়ি গণধর্ষণের শিকার হন। পরে ২৫ আগস্ট নির্যাতিতা নারী বাদী হয়ে মামলা দায়ের করলেও এখনো কেউ আটক হয়নি।

পূর্ববর্তী নিবন্ধকাপ্তাই বাঁধ দিয়ে পানি ছাড়া হচ্ছে ৩ গুণ
পরবর্তী নিবন্ধচসিকের ঘুষ নেওয়া সেই কর্মকর্তা বরখাস্ত