খাগড়াছড়িতে জরিমানার পর বন্ধ হল ১৬ অবৈধ ইটভাটা

বান্দরবানে ৪টিকে ১১ লাখ টাকা জরিমানা

খাগড়াছড়ি ও বান্দরবান প্রতিনিধি | মঙ্গলবার , ২১ জানুয়ারি, ২০২৫ at ৬:২০ পূর্বাহ্ণ

খাগড়াছড়ির বিভিন্ন উপজেলায় অভিযান চালিয়ে অন্তত ১৬টি ইটভাটা বন্ধ করেছে প্রশাসন। গতকাল সোমবার সকালে সদর উপজেলা, দীঘিনালা, মাটিরাঙা ও রামগড়ে অভিযান চালানো হয়। সংশ্লিষ্ট উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী কমিশনার (ভূমি) অভিযানের নেতৃত্ব দেন। একইদিন বান্দরবানের লামায় অবৈধ ইটভাটা পরিচালনা করার দায়ে ৪ ভাটা মালিককে ১১ লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

দীঘিনালা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মামুনুর রশীদ বলেন, ইটভাটা পরিচালনার জন্য অনুমোদন না থাকায় জেলা প্রশাসকের নির্দেশ মোতাবেক উপজেলার দুইটি ভাটা বন্ধ করা হয়েছে। কর্ণফুলী ব্রিঙকে ১ লাখ ও ফোর বি ভাটাকে ১ লাখ টাকা জরিমানা করা হয়। এ সময় ফায়ার সার্ভিস, বন বিভাগের কর্মকর্তা উপস্থিত ছিলেন। ফায়ার সার্ভিসের কর্মীরা পানি ছিটিয়ে চুল্লির আগুন নিভিয়ে দেয়।

খাগড়াছড়ি সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সুজন চন্দ্র রায় বলেন, জেলা সদরের গঞ্জপাড়া, কমলছড়িসহ বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে এবিসি, এসএন্ডবি, আরপিএস ও জেএন ব্রিকস বন্ধ করা হয়। চার ভাটাকে ৪ লাখ টাকা জরিমানা করা হয়। ফায়ার সার্ভিসের সহযোগিতায় ইট ভাটার চুল্লি নেভানো হয়েছে।

খাগড়াছড়ি জেলা প্রশাসনের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট হাসান মারুফ জানান, অভিযানে খাগড়াছড়ি সদরে ৪টি, দীঘিনালায় দুইটি, রামগড়ে ৫টি এবং মাটিরাঙায় ৫টি অবৈধ ইটভাটাকে জরিমানা করা হয়। এ সময় ১৬টি ভাটাকে প্রায় ১৩ লাখ ৫০ হাজার টাকা জরিমানা আদায় করার পাশাপাশি অনুমোদন না থাকায় ইট প্রস্তুত ও ভাটা স্থাপন নিয়ন্ত্রণ আইন ২০১৩ অনুসারে ইটভাটাগুলো বন্ধ ঘোষণা করা হয়। জরিমানা তাৎক্ষণিক আদায় করা হয়। পরে ফায়ার সার্ভিস পানি দিয়ে ইট ভাটার চুল্লি নিভিয়ে দেয়।

উল্লেখ, এর আগে ২৩ ডিসেম্বর খাগড়াছড়ির ১৫টি ভাটায় মোবাইল কোর্ট চালিয়ে বন্ধ ও জরিমানা আদায় করা। পরে ইটভাটা মালিকেরা এসব ভাটা আবার চালু করলে গতকাল সোমবারের অভিযানে তা বন্ধ করা হয়।

বান্দরবান : গতকাল সোমবার সকালে লামা উপজেলার ফাইতং ইউপি এলাকায় উপজেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তর যৌথ অভিযানে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে অবৈধ ইটভাটা এসবিডব্লিউ, ফাইভবিএম, এমবিআই, ডিবিএম ব্রিঙের মালিক গিয়াস উদ্দিন, মো. জুনায়েদ, নাজেমুল ইসলাম ও এনামুল হককে ১১ লাখ টাকা জরিমানা করা হয়।

জানা যায়, পৃথক ৪টি মামলায় এমবিআই ব্রিক ফিল্ডকে ২ লাখ, এসবিডব্লিউ, ফাইভবিএম ও ডিবিএম ব্রিঙয়ের প্রত্যেকটিকে ৩ লাখ করে মোট ১১ লাখ টাকা জরিমানা করা হয়। এ সময় লামা উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও এঙিকিউটিভ ম্যাজিস্ট্রেট রুপায়ন দেব, বান্দরবান পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. রেজাউল করিম, লামা বন বিভাগের রেঞ্জ কর্মকর্তা এস এম হাবিবুল্লাহ, লামা পুলিশ প্রশাসন ও লামা ফায়ার সার্ভিসের সদস্যরা উপস্থিত ছিলেন।

পূর্ববর্তী নিবন্ধসম্মেলন ছাড়াই রাউজান উপজেলা ও পৌর বিএনপির কমিটি
পরবর্তী নিবন্ধব্যবসায়ীকে ঘরে ঢুকে কুপিয়ে জখম লুটপাট, সিআইডিকে তদন্তের নির্দেশ