খাগড়াছড়ি জেলা সদরের মধুপুর বাজারের ব্রিজের নিচের ছড়া থেকে কম্বলে মোড়ানো অবস্থায় নবজাতকের মরদেহ উদ্ধার করা হয়েছে।
আজ বুধবার সকাল ১০ টার দিকে খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে শিশুর মরদেহটি উদ্ধার করে সদর থানা পুলিশ।
এর আগে পথচারীরা কম্বল মোড়ানো অবস্থায় শিশুটিকে দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়। ঐ সময় শিশুটির মাথায় গরম টুপি, গামছা ও কম্বল ছিল।
এ সময় উৎসুক জনতার ভিড় জমতে থাকে ব্রিজের উপর। সবার কৌতুহলী দৃষ্টি ছিলো কম্বল মোড়ানো শিশুটি মৃত নাকি জীবিত। নবজাতক নাকি অন্য শিশু।
পরে পুলিশ শিশুটির মরদেহ উদ্ধার করে সদর হাসপাতালে নিয়ে আসে। সেখানে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা নিরিক্ষা শেষে উদ্ধার হওয়া শিশুটিকে মৃত ঘোষণা করেন।