খাগড়াছড়িতে ছড়া থেকে এক নবজাতকের অর্ধগলিত লাশ উদ্ধার করা হয়েছে। গতকাল বুধবার সকালের দিকে মধুপুর বাজারের পাশের ছড়া থেকে নবজাতকের লাশ উদ্ধার করেছে সদর থানা পুলিশ।
স্থানীয়রা জানান, গতকাল সকালে খাগড়াছড়ি শহরের মধুপুর বাজারের পাশে খালে কম্বল মোড়ানো অবস্থায় একটি নবজাতকের লাশ দেখতে পাওয়ার পর পুলিশকে খবর দেওয়া হলে লাশ উদ্ধার করা হয়। তবে লাশটি কে বা কারা ফেলে গেছে, তা জানা যায়নি।
খাগড়াছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তানভীর হাসান বলেন, নালা থেকে নবজাতকের লাশ উদ্ধার করেছি। তার বয়স একদিন হতে পারে। তবে তার শরীরে কোনো আঘাতের চিহ্ন নেই।












