খাগড়াছড়িতে মোটরসাইকেল চুরি করতে গিয়ে পালানোর সময় এক যুবক নিহত হয়েছে। গতকাল বুধবার ভোর ৫টায় খাগড়াছড়ি পৌর সভার ৬নং ওয়ার্ডের নোয়াপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত যুবকের নাম মো: মামুন (৩০)। সে খাগড়াছড়ি সদরের শালবন মধ্য পাড়ার বাসিন্দা মৃত: নূর নবীর ছেলে।
খাগড়াছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আব্দুল বাতেন মৃধা জানান, মোটরসাইকেল চুরি করে পালানোর সময় বৈদ্যুতিক পিলারের সাথে ধাক্কা লাগে। হাসপাতালে নিয়ে গেলে তার মৃত্যু হয়। নিহত মামুনের বিরুদ্ধে বিভিন্ন থানায় ১৪টি চুরি ও ২ টি মাদক মামলা রয়েছে।