ট্রাফিক ব্যবস্থাপনা, শহর পরিষ্কার পরিচ্ছন্নতার পর এবার শিক্ষার্থীদের হাতের ছোঁয়ায় সেজে উঠছে খাগড়াছড়ি পৌর শহর। গতকাল শনিবার সকাল থেকে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের অংশগ্রহণে শহরে মুক্তমঞ্চ, আদালত সড়কের বিভিন্ন দেয়ালে গ্রাফিতি অঙ্কন করা হয়। এসব গ্রাফিতিতে বৈষম্য–স্বৈরাচার বিরোধী, গঠনতন্ত্র পুন:গঠন, অসামপ্রদায়িক দেশ নিমার্ণের চাওয়া ও জানা অজানা লাখো বীরদের প্রতি সম্মান প্রদর্শন ফুটে উঠে। পৌর শাপলা চত্বরের মুক্ত মঞ্চে বীর শহীদ আবু সাঈদের প্রতিচ্ছবি ফুটিয়ে তোলা হয়। শহরের বিভিন্ন স্থানে গ্রাফিতি অঙ্কনের কাজ অব্যাহত থাকবে বলে জানান আয়োজকরা। সন্ধ্যায় মোমবাতি প্রজ্জ্বলনের মধ্য দিয়ে শেষ হয় কর্মসূচি।