খাগড়াছড়িতে গাছের ডাল কাটার সময় বিদ্যুৎস্পর্শে যুবকের মৃত্যু

খাগড়াছড়ি প্রতিনিধি | শুক্রবার , ১ আগস্ট, ২০২৫ at ৮:২৫ অপরাহ্ণ

খাগড়াছড়ির দীঘিনালায় গাছের ঢাল কাটতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে এক যুবকের মৃত্যু হয়েছে। নিহতের নাম রমেশ চাকমা (২৯)।

আজ শুক্রবার দুপুরে উপজেলার কবাখালী ইউনিয়নের দীঘিনালা বাঘাইহাট সড়কের শুকনাছড়া এলাকায় বাগানের গাছের ডাল কাটতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে ঘটনাস্থলে মারা যায়।

দীঘিনালা আবাসিক বিদ্যুৎ প্রকৌশলীর সহকারী প্রকৌশলী উজ্জ্বল হোসেন ঘটনা সত্যতা নিশ্চিত করে জানান, গাছের ঢাল কাটতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে মৃত্যু হয়েছে এক যুবকের। তিনি জানান, যে এলাকায় বিদ্যুৎ সংযোগ রয়েছে সেসব এলাকায় গাছের ঢাল কাটার পূর্বে আমাদেরকে জানালে আমরা বিদ্যুৎ বিচ্ছিন্ন করে রাখি।

দীঘিনালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ জাকারিয়া জানান, বিদ্যুতায়িত হয়ে একজন মৃত্যুবরণ করেছে বিষয়টি আমরা শুনেছি। এখন পর্যন্ত কেউ কোন অভিযোগ নিয়ে থানায় আসেনি।

পূর্ববর্তী নিবন্ধপাহাড়তলীতে অপহরণ-চাঁদাবাজ চক্রের তিন সদস্য গ্রেপ্তার, উদ্ধার যুবক
পরবর্তী নিবন্ধকৌতুক কণিকা