খাগড়াছড়িতে কৃষি গবেষণা কেন্দ্র থেকে শ্রমিকের লাশ উদ্ধার

খাগড়াছড়ি প্রতিনিধি | বৃহস্পতিবার , ১৩ জুন, ২০২৪ at ১২:৫৮ অপরাহ্ণ

খাগড়াছড়ির রামগড় পাহাড়ঞ্চল কৃষি গবেষণা কেন্দ্র থেকে এক শ্রমিকের মরদেহ উদ্ধার করা হয়েছে। আজ বৃহস্পতিবার সকাল ১১ টার দিকে গবেষণা কেন্দ্রের টাওয়ার টিলা এলাকা থেকে আবু মিয়া নামে ঐ শ্রমিকের মরদেহটি উদ্ধার করে পুলিশ।

নিহত আবু মিয়া রামগড় উপজেলার ১নং ইউনিয়নের ৪নং ওয়ার্ড নুরপুর এলাকার মৃত আমির হোসেনের ছেলে। সে দীর্ঘদিন যাবত কৃষি গবেষণায় নিয়মিত শ্রমিক হিসেবে কর্মরত ছিল।

রামগড় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনির হোসেন জানান, বুধবার সকাল ১০টা থেকে টাওয়ার টিলা পোস্টে কাজে যান গবেষণার কেন্দ্রের শ্রমিক আবু মিয়া। দুপুরের পর থেকে সে নিখোঁজ হয়। নিখোঁজ হওয়ার খবর ছড়িয়ে পড়লে বাগান কর্তৃপক্ষ খোঁজাখুঁজি শুরু করে। আজ সকালে তার লাশ পাওয়া যায়।

প্রাথমিকভাবে হত্যার পর লাশ ফেলে যায় বলে ধারণা পুলিশের। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্যে খাগড়াছড়ি আধুনিক জেলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে। হত্যার রহস্য উদঘাটনে কাজ করছে পুলিশ।

পূর্ববর্তী নিবন্ধচট্টগ্রামে ৪০ দিন পর গৃহবধূর লাশ উত্তোলন
পরবর্তী নিবন্ধমিয়ানমারের ওপার থেকে ভেসে আসছে বিস্ফোরণের বিকট শব্দ, আতংকে স্থানীয় বাসিন্দারা