খাগড়াছড়িতে কিশোরীকে ধর্ষণ ও ভিডিও ধারণ, গ্রেপ্তার ২

খাগড়াছড়ি প্রতিনিধি | শনিবার , ৩ মে, ২০২৫ at ৬:৪৩ পূর্বাহ্ণ

খাগড়াছড়ির লক্ষ্মীছড়িতে এক কিশোরীকে ধর্ষণ ও ভিডিও ধারণের ঘটনা ঘটেছে। মামলা দায়ের করার তিন ঘণ্টার মধ্যে পুলিশ ধর্ষক মো. মাফিজুল ইসলাম ও আবু তালেব গাজীকে গ্রেপ্তার করেছে।

মামলার বিবরণে জানা গেছে, গত বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার দিকে ওই কিশোরী ছড়ায় গোসল করতে যায়। এ সময় পূর্ব থেকে ওৎপেতে থাকা অজ্ঞাত দুই যুবক ঐ কিশোরীকে মুখ চেপে ধরে ছড়ার পাড়ে নিয়ে ধর্ষণ করে ও মোবাইলে ভিডিও ধারণ করে। এ ঘটনায় কিশোরী ঐদিন বাদী হয়ে মামলা দায়ের করে।

লক্ষ্মীছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মু. খালেদ হোসেন জানান, মামলা দায়ের হওয়ার মাত্র তিন ঘণ্টার ব্যবধানে বৃহস্পতিবার দিবাগত রাত পৌনে ৩টার দিকে এজাহারে দেওয়া আসামিদের দৈহিক বর্ণনা ও প্রযুক্তির সহায়তায় আসামি মো. মাফিজুল ইসলাম (৩১) ও আবু তালেব গাজীকে (২৮) আটক করা হয়। ভুক্তভোগী গ্রেপ্তারকৃত আসামিদের শনাক্ত করেছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামিরা স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে।

পূর্ববর্তী নিবন্ধকাল চবিতে আসছেন প্রধান বিচারপতি
পরবর্তী নিবন্ধলোহাগাড়ায় নারীর ঝুলন্ত লাশ উদ্ধার