খাগড়াছড়িতে কায়াকিং করতে গিয়ে পানিতে ডুবে শিশুর মৃত্যু

খাগড়াছড়ি প্রতিনিধি | সোমবার , ১৭ জুন, ২০২৪ at ৬:১৫ অপরাহ্ণ

খাগড়াছড়ির মানিকছড়ি ডিসি এডভেঞ্চার এন্ড ইকো-ট্যুরিজম পার্কে ঘুরতে গিয়ে লেকের পানিতে ডুবে এক শিশুর মৃত্যুর ঘটনা ঘটেছে।

মানিকছড়ি ডিসি এডভেঞ্চার এন্ড ইকো-ট্যুরিজম পার্কের দায়িত্বরত সাদাব ইয়াছিন জানান, ঈদের দিন দুপুরে মানিকছড়ি ডিসি এডভেঞ্চার এন্ড ইকো-ট্যুরিজম পার্কে ইসরাফিলসহ সহপাঠী তিনজন পার্কের লেকে কায়াকিং (এক ধরনের বোট) করতে নামে। এক পর্যায়ে কায়াকিং করার সময় শিশুটি লেকের পানিতে পরে যায়।

তাকে উদ্ধার করে মানিকছড়ি হাসপাতালে নিয়ে গেলে সেখানে দায়িত্বরত চিকিৎসক মৃত্যু ঘোষণা করেন। নিহত ইসরাফিল মানিকছড়ি গুচ্ছগ্রামের মো. নজরুল ইসলামের পুত্র।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডা. মহিউদ্দিন জানান, শিশুটি হাসপাতালে আনার আগেই মৃত্যু হয়েছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সৈয়দা সাদিয়া নূরীয়া ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন,”এটি খুব দুঃখজনক ঘটনা।’

মানিকছড়ি থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা(ও.সি) মোহাম্মদ ইকবাল উদ্দিন বলেন, নিহতের পরিবারের কেউ এ বিষয়ে কাউকে দোষী সাবস্ত না করায় এবং কারও বিরুদ্ধে অভিযোগ না থাকায় অপমৃত্যু মামলা রুজু শেষে নিহতের পরিবারের আবেদনে লাশ ময়নাতদন্ত ছাড়াই পরিবারের হাতে হস্তান্তর করার প্রস্তুতি চলছে।”

পূর্ববর্তী নিবন্ধসীতাকুণ্ডের ফৌজদারহাটে মালবাহী ট্রেন লাইনচ্যুত
পরবর্তী নিবন্ধচট্টগ্রামে চামড়া বিক্রিতে মৌসুমি ব্যবসায়ীদের কপালে ভাঁজ