খাগড়াছড়িতে ওয়াদুদ ভূঁইয়ার বাড়িতে হামলা ও ভাঙচুর

সাংবাদিকসহ ১৫ জন আহত

খাগড়াছড়ি প্রতিনিধি | সোমবার , ৫ আগস্ট, ২০২৪ at ৪:৩৬ পূর্বাহ্ণ

খাগড়াছড়িতে বিএনপির সাবেক সংসদ সদস্য ওয়াদুদ ভূঁইয়ার বাসভবন ‘বৈঠকে’ হামলা ও ভাঙচুরের অভিযোগ করেছে বিএনপি। জেলা বিএনপির সাধারণ সম্পাদক এমএন আফসার অভিযোগ করে বলেন, ‘বেলা দুইটার দিকে আওয়ামী লীগের নেতাকর্মীরা জেলা বিএনপির সভাপতি ও সাবেক সংসদ সদস্য ওয়াদুদ ভূঁইয়ার বাড়িতে হামলা করে। তারা বাড়ির কাঁচের জানালা, কাঁচের গ্লাসের প্রাচীর, আসাসবাবপত্রসহ মূল্যবান জিনিসপত্র ভাঙচুর করে। এসময় আগুন দিলেও তেমন কোনো ক্ষয়ক্ষতি হয়নি। তিনি আরো বলেন, আওয়ামী লীগের নেতাকর্মীরা ওপেন গুলি করে। এতে আমাদের ৫ জন নেতাকর্মী আহত হয়।’

হামলার অভিযোগ অস্বীকার করে খাগড়াছড়ি পৌর ছাত্রলীগের সাধারণ সম্পাদক জিৎজয় ত্রিপুরা বলেন, ‘নৈরাজ্যবাদীদের বিরুদ্ধে ছাত্রলীগ সবসময় রাজপথে থাকবে। রাষ্ট্রের সম্পদ বিনষ্টকারীদের বিরুদ্ধে আমাদের লড়াই চলবে।’

ঘটনার প্রেক্ষিতে রোববার সন্ধ্যায় খাগড়াছড়ি জেলা আওয়ামী লীগের কার্যালয়ে সম্মেলন করে জেলা আওয়ামী লীগ। সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী ও জেলা আওয়ামী লীগের সভাপতি কুজেন্দ্র লাল ত্রিপুরা বলেন, ‘আমরা ধৈর্য্যের পরিচয় দিয়েছি। এখন থেকে যারা নৈরাজ্য করবে, রাষ্ট্রের ক্ষতি করবে আমরা তাদের প্রতিহত করব।’

এর আগে আন্দোলনকারী ও আওয়ামী লীগের নেতাকর্মীরা মুখোমুখি অবস্থানে ছিল। সকাল সাড়ে ১০ টায় খাগড়াছড়ি সরকারি উচ্চ বিদ্যালয় থেকে মিছিল বের করে আন্দোলনকারীরা। পরে তারা শাপলা চত্বরে অবস্থান নেয়। এসময় প্রায় ৩০ মিনিট যান চলাচল বন্ধ হয়ে যায়। পরে মিছিল নিয়ে আন্দোলনকারীদের ধাওয়া দেয় আওয়ামী লীগের নেতাকর্মীরা। দুপুর পর্যন্ত বিক্ষিপ্ত ঘটনায় সাংবাদিকসহ ১৫ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে।

পূর্ববর্তী নিবন্ধশেখ কামালের ৭৫ তম জন্মবার্ষিকী আজ
পরবর্তী নিবন্ধবাঁশখালীতে পৃথক সংঘর্ষে আহত ১৫ জন