খাগড়াছড়িতে আ. লীগ সমর্থিত ৪ ইউপি চেয়ারম্যান কারাগারে

খাগড়াছড়ি প্রতিনিধি | শুক্রবার , ৬ সেপ্টেম্বর, ২০২৪ at ৬:৫১ পূর্বাহ্ণ

বিএনপি নেতাকর্মীদের দায়ের করা ভাঙচুরঅগ্নিসংযোগ ও লুটপাটের মামলায় খাগড়াছড়ির মাটিরাঙ্গা উপজেলার চার ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যানকে কারাগারে প্রেরণ করেছেন আদালত।

গতকাল বৃহস্পতিবার বিকেলে খাগড়াছড়ি চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে আত্মসমর্পণ করে জামিন চাইতে গেলে আদালত তাদের জামিন না মঞ্জুর করে তাদের জেল হাজতে প্রেরণ করেন।

গ্রেফতারকৃতরা হলেন মাটিরাঙা উপজেলার তাইন্দং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. পেয়ার আহাম্মদ মজুমদার, তবলছড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নূর মোহাম্মদ, বেলছড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রহমত উল্লাহ ও গোমতী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. তফাজ্জল হোসেন।

আসামিদের পক্ষের আইনজীবী অ্যাডভোকেট মো. শাহিন হোসেন বলেন, ‘গত ৫ আগস্টের পর দায়ের হওয়া মামলায় আদালতে আত্মসমর্পণ করে জামিন চাইলে আদালত জামিন না মঞ্জুর করে তাদের জেল হাজতে প্রেরণ করেছেন। তাদের বিরুদ্ধে মারধর, ভাঙচুর ও অগ্নিসংযোগের অভিযোগে মামলা হয়েছে।’

পূর্ববর্তী নিবন্ধকক্সবাজার সৈকতে নিখোঁজ পর্যটকের মরদেহ উদ্ধার
পরবর্তী নিবন্ধফিনলে প্রপার্টিজ লিমিটেডের প্রপার্টি এক্সচেঞ্জ প্রোগ্রামের আনুষ্ঠানিক উদ্বোধন