খাগড়াছড়িতে অবৈধ সব ইটভাটা স্থায়ীভাবে বন্ধ ঘোষণা

জেলার ৪৯টি ভাটার ৩১টি আগে থেকেই বন্ধ ছিল, গতকাল বাকি ১৮টি বন্ধ করা হল

খাগড়াছড়ি প্রতিনিধি | শুক্রবার , ১৪ মার্চ, ২০২৫ at ৫:২৫ পূর্বাহ্ণ

হাইকোর্টের নির্দেশনা মোতাবেক খাগড়াছড়িতে সকল অবৈধ ইটভাটায় অভিযান চালিয়ে স্থায়ীভাবে বন্ধ করে দিয়েছে জেলা প্রশাসন। গতকাল বৃহস্পতিবার সকাল থেকে শুরু হওয়া অভিযানে মাটিরাঙা, রামগড়, সদর উপজেলা, পানছড়ি, গুইমারায় ১৮টি ইটভাটা স্থায়ীভাবে বন্ধ ঘোষণা করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন খাগড়াছড়ি জেলা প্রশাসক এবিএম ইফতেখারুল ইসলাম খন্দকার।

তিনি বলেন, হাইকোর্ট বিভাগের রিট পিটিশন অনুযায়ী খাগড়াছড়িতে সকাল থেকে অবৈধ ইটভাটা বন্ধের কার্যক্রম শুরু হয়েছে। দিনব্যাপী অভিযানে সব ভাটাগুলো বন্ধ ঘোষণা করা হয়। অভিযান শেষে আগামী ১৭ মার্চ হাইকোর্টে আমরা প্রতিবেদন দাখিল করব। জেলায় ৪৯টি ইটভাটার মধ্যে ৩১টি আগে থেকেই বন্ধ ছিল। আজ (গতকাল) বাকি ১৮টি বন্ধ করে দেওয়া হয়েছে। এর আগে বিভিন্ন উপজেলায় ইটভাটাগুলোতে একাধিক অভিযান চালিয়ে জরিমানা ও অস্থায়ীভাবে বন্ধ করলেও এবার সব ভাটা স্থায়ীভাবে বন্ধ করা হল।

পূর্ববর্তী নিবন্ধরাঙ্গুনিয়ায় বিদ্যুৎ অফিস থেকে ট্রান্সমিটার চুরি
পরবর্তী নিবন্ধ৩ মাসে কোটি টাকার ব্যাংক হিসাব বেড়েছে প্রায় ৫ হাজার