বিএনপির ৪৮ ঘন্টা হরতাল চলাকালে খাগড়ছড়িতে অতিরিক্ত জেলা প্রশাসকের (সার্বিক) গাড়িতে ঢিল ছুঁড়েছে দুর্বৃত্তরা। এসময় গাড়ির পিছনের গ্লাস ভেঙে যায়।
আজ শনিবার সকাল ১১টার খাগড়াছড়ি-দীঘিনালা সড়কের সুপারি বাগান এলাকায় এই ঘটনা ঘটে। এ সময় গাড়িতে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) জোনায়েদ আহমেদ সোহাগ অবস্থান করলেও তিনি আহত হননি।
দীঘিনালা উপজেলা র্নিবাহি র্কমর্কতা মো. মামুনুর রশিদ ঘটনার সত্যতা স্বীকার করে জানান, গাড়ির উপর ইট পাটকেল মারলে গাড়ির কাঁচের গ্লাস ভেঙে যায় । গাড়িতে থাকা অতিরিক্ত জেলা প্রশাসক জোনায়েদ আহমেদ সোহাগ ও গাড়ির চালক অক্ষত আছেন।
খাগড়াছড়ির জেলা প্রশাসক মো. সহিদুজ্জামান জানান, নির্বাচনী কাজে এডিসি (জেনারেল) দীঘিনালা যাওয়ার সময় সুপারি বাগান এলাকায় গাড়ি লক্ষ করে ইট পাটকেল নিক্ষেপ করলে গাড়ির গ্লাস ভেঙে যায়। তবে এতে কেউ আহত হয়নি।