খাগড়াছড়িতে অটোরিকশা চালকের মরদেহ উদ্ধার

খাগড়াছড়ি প্রতিনিধি | শুক্রবার , ১১ মার্চ, ২০২২ at ৭:২৬ অপরাহ্ণ

খাগড়াছড়ির গুইমারার হাফছড়ি কালাপানি এলাকায় মো. রোমান গাজী (৫০) নামে এক সিএনজিচালিত অটোরিকশা চালকের মরদেহ উদ্ধার করেছে গুইমারা থানা পুলিশ।

আজ শুক্রবার (১১ মার্চ) বেলা ১১টার দিকে গুইমারার হাফছড়ি ইউনিয়নের কালাপানি এলাকার মৃতের নিজ বাড়ি থেকে তার মরদেহটি উদ্ধার করা হয়।

গুইমারা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মিজানুর রহমান জানান, নিহত রোমান গাজী গুইমারা উপজেলার হাফছড়ি ইউনিয়নের কালাপানি এলাকার মৃত আফতার গাজীর ছেলে। তিনি পেশায় একজন সিএনজিচালিত অটোরিকশা চালক।

খবর পেয়ে তার ঘর থেকে রোমান গাজীর মরদেহ উদ্ধার করা হয়।

ওসি আরো জানান, বসতবাড়ি নির্মাণ করতে গিয়ে ঋণগ্রস্থ হয়ে পড়েন রোমান গাজী। এ নিয়ে প্রায়ই বাড়িতে অন্যদের সাথে কথা কাটাকাটি হতো। এনিয়ে তিনি গভীর রাতে প্রায়েই বাসা থেকে বেরিয়ে যেতেন ও একা থাকতেন।

প্রাথমিকভাবে তার মৃত্যুর কারণ জানা যায়নি। মরদেহ ময়নাতদন্তের জন্য খাগড়াছড়ি জেলা সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে।

পূর্ববর্তী নিবন্ধবাংলার সমৃদ্ধির হাদিসুরের মরদেহ দেশে পৌঁছাবে ১৩ বা ১৪ মার্চ
পরবর্তী নিবন্ধব্যটিং ব্যর্থতায় পাইরেটসের বড় হার