মীরসরাই উপজেলা প্রশাসন ও জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের উদ্যোগে জাতীয় স্যানিটেশন মাস ও বিশ্ব হাত ধোয়া দিবস উপলক্ষে র্যালি, হাত ধোয়া প্রদর্শনী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সকালে প্রদর্শনী শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মিনহাজুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন জনস্বাস্থ প্রকৌশল অধিদপ্তরের সহকারী প্রকৌশলী কেএম সাইদ মাহমুদ।
আরো বক্তব্য রাখেন, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা একেএম ফজলুল হক, এসএম মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মাজহারুল, বেসরকারি উন্নয়ন সংগঠন অপকা ও উপকূল সমাজ উন্নয়ন সংস্থার প্রতিনিধিবৃন্দ।
ইউএনও বলেন, আমাদেরকে হাত ধোয়ার উপর গুরুত্ব দিতে হবে। কারণ খাওয়ার পূর্বে বা খাবার রান্না করার পূর্বে সঠিকভাবে হাত ধুলে আমাদের ৮০% রোগ কমে যাবে। তিনি বলেন, করোনা মহামারীর সময় আমরা প্রায় সবাই ঘন ঘন সাবান দিয়ে হাত ধোয়ার অভ্যাস করেছিলাম। এ অভ্যাসটা ধরে রাখতে হবে। প্রেস বিজ্ঞপ্তি।