খাওয়ার অনুপযোগী মরিচ গুঁড়া করে বিক্রি, ৪০ হাজার টাকা জরিমানা

আজাদী প্রতিবেদন | বুধবার , ১১ সেপ্টেম্বর, ২০২৪ at ৮:১৭ পূর্বাহ্ণ

নগরীর বাকলিয়া থানাধীন কালামিয়া বাজার এলাকায় খাবারের অনুপযোগী পটকা মরিচ চূর্ণ করে গুঁড়ো মরিচ হিসেবে বিক্রির দায়ে এক প্রতিষ্ঠানকে ৪০ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর চট্টগ্রাম।

গতকাল চলা এ অভিযানে নেতৃত্ব দেন অধিদপ্তরের চট্টগ্রাম বিভাগীয় কার্যালয়ের উপপরিচালক ফয়েজ উল্যাহ। এ সময় উপস্থিত ছিলেন সহকারী পরিচালক (মেট্রো) মো. আনিছুর রহমান, সহকারী পরিচালক রানা দেব নাথ এবং চট্টগ্রাম জেলা কার্যালয়ের সহকারী পরিচালক নাসরিন আকতার। জনস্বার্থে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের তদারকি কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানান ফয়েজ উল্যাহ।

পূর্ববর্তী নিবন্ধমীরসরাইয়ে মালবাহী ট্রেনের বগি লাইনচ্যুত
পরবর্তী নিবন্ধবাংলাদেশের সঙ্গে যুক্তরাষ্ট্রের অর্থনৈতিক আলোচনা এ সপ্তাহেই