‘খাঁচার ভেতর অচিন পাখি’

| রবিবার , ১৩ মার্চ, ২০২২ at ১০:৪৬ পূর্বাহ্ণ

পরিত্যক্ত এক কারখানায় আটকে পড়া দুজন মানুষকে কেন্দ্র করে এগিয়েছে ছবির গল্প, যাদের একজন রাজনীতিবিদ ফিরোজ খান, অন্যজন পাখি। খাঁচা থেকে তাদের বেরিয়ে আসার প্রাণান্ত চেষ্টার গল্প নিয়েই ‘খাঁচার ভেতর অচিন পাখি’। ভিডিও স্ট্রিমিং প্ল্যাটফর্ম চরকির গত বছর মুক্তিপ্রাপ্ত ওয়েব ফিল্মগুলোর মধ্যে অন্যতম চমক ছিল এটি। বিশেষ করে এর রোমাঞ্চকর আবহসংগীত, শিল্পীদের অভিনয়, গল্পের নাটকীয়তা দর্শকদের মন কাড়ে। প্রশংসিত ওয়েব ফিল্ম বড় স্বীকৃতি পেল গত শুক্রবার। তিনটি বিভাগে ‘চ্যানেল আই ডিজিটাল মিডিয়া অ্যাওয়ার্ড’ পেয়েছেন এর দুই শিল্পী ও পরিচালক। কথা হয়েছিল ফজলুর রহমান বাবুর সঙ্গেও। তাঁর মতে, গল্প, শুটিং স্পট, চিত্রগ্রহণ সব মিলিয়ে ‘খাঁচার ভেতর অচিন পাখি’ দারুণ এক কাজ। একটু ব্যতিক্রমী গল্প হলেও আমার কাছে কাজটি কঠিন মনে হয়নি। কেননা, শুরুতেই গল্পটি মনে ধরেছে, লোকেশনটাও চমৎকার। সর্বোচ্চ ভালোটা করার চেষ্টা করেছি। অভিনেত্রী তমা মির্জাও ছবিটি নিয়ে উচ্ছ্বসিত, ‘এখনকার প্ল্যাটফর্মগুলোর মধ্যে চরকি অন্যতম। পরিচালক রায়হান রাফি, সহশিল্পী বাবু ভাই সব মিলে দারুণ একটি টিমের সঙ্গে কাজ করেছি আমরা। সেরা মানুষদের সঙ্গে কাজ করতে গিয়ে আমার কাজটাও অটো ভালো হয়ে গেছে।’ পরিচালক ও অতিথিরা ছবির পুরস্কার নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করেন।

পূর্ববর্তী নিবন্ধমুক্তির প্রথম দিনেই বক্স অফিসে ঝড় তুলেছে প্রভাসের সিনেমা
পরবর্তী নিবন্ধআলোচনায় পড়শি আভরালের গান