সীতাকুণ্ড উপজেলার ভাটিয়ারী এলাকায় মহাসড়কের উপর নির্মিত দুটি সেতুর নিচে সংঘটিত অগ্নিকাণ্ডে সেতুর পলেস্তারা খসে পড়েছে। দেখা দিয়েছে ফাটল। এতে যে কোনও সময় দুর্ঘটনা ঘটে বড় ধরনের ক্ষয়ক্ষতি হতে পারে বলে আশঙ্কা করছেন এলাকাবাসী।
জানা যায়, গত এক সপ্তাহ আগে উপজেলার ভাটিয়ারী ইউনিয়নের সোনারগাঁও পেট্রোল পাম্প সংলগ্ন মহাসড়কের উপর নির্মিত লালপুল সেতুর নিচে রাখা পুরাতন জাহাজের বোটে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। মহাসড়কের চার লেনের ঢাকামুখী এবং চট্টগ্রামমুখী দুইটি সেতুর নিচে আগুন লেগে প্রায় ২০/৩০ টি বোট সম্পূর্ণ পুড়ে যায়। এসময় ভয়াবহ অগ্নিকাণ্ডের ফলে দুই সেতুও মারাত্মক ক্ষতিগ্রস্ত হয়। আগুনে সেতুর পলেস্তার খসে পড়েছে। এতে বেশ ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে সেতু দুটি। মহাসড়কের উপর দিয়ে প্রতিদিন হাজার হাজার ছোট বড় ও ভারী যানবাহন চলাচল করে। তাই যে কোনও সময় বড় ধরনের ঘটনা ঘটার আশঙ্কা করছেন গাড়ি চালক ও স্থানীয় এলাকাবাসী। মো. আলিশা নামে এক ব্যক্তি দীর্ঘদিন ধরে এই সেতুর নিচে অবৈধভাবে বোট তৈরি, বোট মেরামতের ব্যবসা করে আসছেন। এছাড়া উপজেলার সোনাইছড়ি ইউনিয়নের মহাসড়কের উপর নির্মিত মদনহাট সেতু এবং জোড়আমতল সেতুর নিচেও স্থানীয় কিছু ব্যক্তি অবৈধভাবে ব্যবসা করছেন। এ ব্যাপারে কোনও ধরনের ভূমিকা নিতে দেখা যায় না সড়ক ও জনপদ বিভাগকে। আগুনে পুড়ে দুই সেতু ক্ষতিগ্রস্তের ব্যাপারে জানতে চাইলে সড়ক ও জনপদ বিভাগের সীতাকুণ্ডের দায়িত্বে থাকা প্রকৌশলী মো. রোকন উদ্দিন বিষয়টি এড়িয়ে গিয়ে বলেন, মহাসড়কের সেতুর নিচে অবৈধভাবে ব্যবসা করা বন্ধ করতে অভিযান চালানো সম্ভব নয়। তবুও যারা ব্যবসা করছে তাদেরকে আমরা নোটিশ করব।