খসরুর নগদ আছে ১ কোটি ৮৭ লাখ ৮৫ হাজার ৫৫০ টাকা

জাহেদুল কবির | মঙ্গলবার , ৩০ ডিসেম্বর, ২০২৫ at ৬:২০ পূর্বাহ্ণ

আগামী জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম১১ (বন্দরপতেঙ্গা) আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত হেভিওয়েট প্রার্থী আমির খসরু মাহমুদ চৌধুরী নির্বাচন কমিশনে হলফনামা জমা দিয়েছেন। হলফনামায় তিনি পেশা উল্লেখ করেছেন ব্যবসা, একইসাথে তিনি জাতীয় সংসদের চার বারের নির্বাচিত এমপি উল্লেখ করেন। শিক্ষাগত যোগ্যতা উল্লেখ করেছেন বিএ। হলফনামায় আমির খসরু মাহমুদ চৌধুরী কৃষিখাত থেকে বার্ষিক আয় দেখিয়েছেন ৪৫ হাজার টাকা, বাড়ি, অ্যাপার্টমেন্ট, বাণিজ্যিক স্থান এবং অন্যান্য স্থাবর সম্পত্তি থেকে ভাড়া বাবদ আয় দেখিয়েছেন ৬ লাখ ৪ হাজার ৬০০ টাকা এবং তাঁর উপর নির্ভরশীলদের আয় দেখিয়েছেন ৪ লাখ ৫০ হাজার টাকা। শেয়ার, বন্ড/ সঞ্চয়পত্র/ব্যাংক আমানত থেকে আয় দেখিয়েছেন ৩৬ লাখ ২৯ হাজার ৮২৪ টাকা এবং শেয়ার বোনাস (আলফা সিকিউরিটিজ লিমিটেড) থেকে আয় দেখিয়েছেন ৩৬ লাখ ৮৪ হাজার টাকা। এছাড়া অন্যান্য উৎস থেকে বার্ষিক আয় দেখিয়েছেন ৮০ লাখ টাকা এবং নির্ভরশীলদের আয় দেখিয়েছেন ৭ লাখ ১ হাজার ৮২৭ টাকা। অন্যদিকে অস্থাবর সম্পদের মধ্যে নিজ নামে আমির খসরু মাহমুদ চৌধুরীর নগদ টাকা আছে ১ কোটি ৮৭ লাখ ৮৫ হাজার ৫৫০ টাকা এবং স্ত্রীর নামে আছে ১ কোটি ৩২ লাখ ৫০ হাজার ২৮৭ টাকা, ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানে নিজ নামে জমা আছে ১৪ লাখ ৭০ হাজার ১০৮ টাকা, স্ত্রীর নামে আছে ৩৪ লাখ ৫১ হাজার ৫৯১ টাকা, বন্ড, ঋণপত্র, স্টক এঙচেঞ্জে তালিকাভূক্ত ও তালিকাভূক্ত নয় এমন কোম্পানির শেয়ার নিজ নামে বর্তমান মুল্য ১ কোটি ৪৮ লাখ ২৫ হাজার টাকা এবং স্ত্রীর নামে আছে ৯৮ লাখ ৬০ হাজার টাকা, সঞ্চয়পত্র, স্থায়ী আমানত (ফিক্সড ডিপোজিট), ডাক সঞ্চয়পত্র এবং ক্রিপ্টোকারেন্সির বিনিয়োগ থেকে নিজ নামে আছে ১ কোটি ৯৮ লাখ ৫১ হাজার ৭৫৬ টাকা, স্ত্রীর নামে আছে ৪৬ লাখ ৫৭ হাজার ৯৬৮ টাকা, নিজ নামে থাকা জিপ গাড়ির মূল্য দেখিয়েছেন ৭ লাখ ৫০ হাজার টাকা এবং স্ত্রীর নামে থাকা জিপ গাড়ির মূল্য দেখিয়েছেন ৪০ লাখ ৫০ হাজার টাকা, সোনা ও অন্যান্য মূল্যবান ধাতু ও পাথরে তৈরি গহনা নিজ নামে অধিগ্রহণকালে মূল্য উল্লেখ করেছেন ৩ লাখ ৪৫ হাজার টাকা এবং স্ত্রীর নামে ১ হাজার টাকা, স্ত্রীর নামে থাকা ইলেকট্রনিক পণ্য অধিগ্রহণকালে মূল্য উল্লেখ করেছেন ১ লাখ টাকা, নিজ নামে আসবাবপত্রের মূল্য দেখিয়েছেন ২ লাখ ৫০ হাজার টাকা এবং স্ত্রীর নামে র্দেখিয়েছেন ১ লাখ টাকা। মনোনয়নপত্র দাখিলের তারিখে নিজ নামে সম্পদের অর্জনকালীন মূল্য দেখিয়েছেন ৯ কোটি ৫ লাখ ৮৩ হাজার ৫৩৩ টাকা এবং স্ত্রীর নামে দেখিয়েছেন ৩ কোটি ৫৪ লাখ ৭০ হাজার ৮৪৭ টাকা। বর্তমানে নিজ নামে থাকা সম্পদের বর্তমান আনুমানিক মুল্য দেখিয়েছেন ১২ কোটি ১০ লাখ ২০ হাজার টাকা এবং স্ত্রীর নামে ৪ কোটি ২ লাখ ৫০ হাজার টাকা।

এছাড়া হলফনামায় আমির খসরু মাহমুদ চৌধুরী স্থাবর সম্পদের মধ্যে যৌথ মালিকানায় থাকা কৃষি জমি নিজ নামে অর্জনকালীন আর্থিকমূল্য দেখিয়েছেন ৪ হাজার ৫০০ টাকা, নিজ নামে অকৃষি জমির নিজ নামে অর্জনকালীন আর্থিকমূল্য দেখিয়েছেন ২৩ লাখ ৯ হাজার ৪ টাকা। নিজ নামে চারটি ভবনের (আবাসিক বা বাণিজ্যিক) অধিগ্রহণকালে চারটি মূল্য দেখিয়েছেন ১ কোটি ১ লাখ ৮৪ হাজার ৪১ টাকা, স্ত্রীর নামে থাকা দুটি বাড়ি/অ্যাপার্টমেন্টের অধিগ্রহণকালে আর্থিক মূল্য দেখিয়েছেন ১ কোটি ৩৬ লাখ ২২ হাজার ৪ টাকা। অন্যান্য সম্পদ/অগ্রিম নিজ নামে দেখিয়েছেন ৪ লাখ ১৪ হাজার ৯৮ টাকা, স্থাবর সম্পদের মধ্যে নিজ নামে অর্জনকালীন মুল্য দেখিয়েছেন ১ কোটি ২৯ লাখ ১১ হাজার ৬৪৩ টাকা, স্ত্রীর নামে দেখিয়েছেন ১ কোটি ৩৬ লাখ ২২ হাজার ৪ টাকা। এছাড়া স্থাবর সম্পদের বর্তমান আর্থিক মূল্য দেখিয়েছেন ২ কোটি ৭০ লাখ টাকা এবং স্ত্রীর নামে দেখিয়েছেন ২ কোটি ৯০ লাখ টাকা। অপরদিকে আমির খসরু মাহমুদ চৌধুরী হলফনামায় তার বিরুদ্ধে বিভিন্ন সময় হওয়া ৩৪টি মামলার বিবরণ দেন। এরমধ্যে বর্তমানে ঢাকা বিশেষ দায়রা জজ আদালত৩ এ মতিঝিল থানার একটি মামলা বিচারাধীন রয়েছে বলে উল্লেখ করেন।

পূর্ববর্তী নিবন্ধশফিউল আলমের নগদ অর্থ আছে ২৭ লক্ষ ৮৪ হাজার ৯০৪ টাকা
পরবর্তী নিবন্ধমনোনয়নপত্র জমা দিলেন যারা