Home বৃহত্তর চট্টগ্রাম খলিলুর রহমান বালিকা স্কুলে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা

খলিলুর রহমান বালিকা স্কুলে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা

0
খলিলুর রহমান বালিকা স্কুলে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা

পটিয়ায় খলিলুর রহমান বালিকা উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও বার্ষিক মিলাদ মাহফিল গতকাল শুক্রবার সকালে অনুষ্ঠিত হয়েছে। প্রধান শিক্ষক সামশুল ইসলাম সিদ্দিকীর সভাপতিত্বে বিদ্যালয় মিলনায়তনে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন দেশের শীর্ষস্থানীয় পোশাক রপ্তানিকারক প্রতিষ্ঠান কেডিএস গ্রুপের চেয়ারম্যান আলহাজ্ব খলিলুর রহমান।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন পটিয়া পৌরসভার মেয়র মো. আইয়ুব বাবুল, পটিয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রাকিবুল ইসলাম, খলিলুর রহমান মহিলা কলেজের অধ্যক্ষ আবু তৈয়ব, বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি এডভোকেট এ কে এম শাহজাহান উদ্দিন, এডভোকেট বদিউল আলম, বিদ্যালয়ের শিক্ষক নুর নাহার জালাল, সঞ্জয় কান্তি দে, অধ্যক্ষ ছোটন নাথ ও পটিয়া থানার এসআই সৈয়দ আসাদুজ্জামান।

প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, পটিয়ায় নারী শিক্ষার জন্য খলিলুর রহমান বালিকা উচ্চ বিদ্যালয় এলাকায় বাতিঘর হিসেবে কাজ করছে। এ বিদ্যালয়ের পড়ালেখার সুন্দর পরিবেশ ও সুদক্ষ শিক্ষকদের সুনাম এলাকায় বেশ প্রশংসা কুড়িয়েছে। যেকোনো প্রতিযোগীতামূলক কর্মকাণ্ডে আগামীতে এ বিদ্যালয়ের শিক্ষার্থীরা বিদ্যালয়ের কৃতিত্ব ও সুনাম অক্ষুন্ন রাখবেএ আশাবাদ ব্যক্ত করেন তিনি।