নগরীর কোতোয়ালী থানাধীন খলিফা পট্টি এলাকায় আগুনে পুড়ে গেছে একটি বসতঘর। গতকাল বৃহস্পতিবার বেলা ১২টায় এ ঘটনা ঘটে। তবে এতে কেউ হতাহত হয়নি বলে ফায়ার সার্ভিস জানিয়েছে। বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের উৎপত্তি বলে জানা যায়।
বিষয়টি নিশ্চিত করে ফায়ার সার্ভিস চন্দনপুরা ফায়ার স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার মো. শহীদুল ইসলাম আজাদীকে বলেন, খবর পেয়ে আমরা ঘটনাস্থলে দ্রুত ছুটে যাই। তবে আগুন নেভাতে বেশ বেগ পেতে হয়। সরু গলি হওয়ায় আমাদের প্রবেশ করতে দেরি হয়ে যায়। পরে আমাদের ইউনিটের ছোট দুইটি গাড়ি আগুন নিয়ন্ত্রণে আনে। অগ্নিকাণ্ডে প্রায় এক লাখ টাকার আসবাবপত্র পুড়ে যায় বলে জানিয়েছেন পরিবারের সদস্যরা।