খলিফাপট্টিতে যুবককে ছুরিকাঘাত আটক ১

আজাদী প্রতিবেদন | বুধবার , ২৯ জুন, ২০২২ at ১০:৩১ পূর্বাহ্ণ

নগরের কোতোয়ালী থানার খলিফাপট্টি এলাকায় এক যুবক ছুরিকাঘাত করা হয়েছে। তার নাম উত্তম ধর মিঠু (৩০)। গত রাত সাড়ে ১০টার দিকে ঘটনাটি ঘটে। ছুরি মেরে পালিয়ে যাওয়ার সময় বিজয় (২৮) নামে এক যুবককে আটক করে পুলিশের হাতে তুলে দিয়েছে স্থানীয়রা।

আহত মিঠুকে চমেক হাসপাতালে ভর্তি করা হয়েছে। সে বাঁশখালীর জলদী বনিক পাড়ার মৃত সুধীর ধরের ছেলে। সে খলিফাপট্টি এলাকার বিহারী ভবনের চতুর্থ তলায় পরিবারসহ ভাড়া থাকতেন।

জানা গেছে, রাতে চান্দগাঁও থেকে নিজের স্বর্ণের দোকান বন্ধ করে ফেরার পথে খলিফাপট্টির নিজ বাসার সামনে পৌঁছলে তিনজন যুবক তাকে ছুরি মেরে দৌড়ে পালিয়ে যায়। ঘটনাটি দেখতে পেয়ে খলিফাপট্টির দারোয়ান একজনকে ধরে ফেলে। ঘটনার পর আটক ব্যক্তি নিজেকে সিটি কলেজের ইমন গ্রুপের ছেলে পরিচয় দিয়েছে। কোতোয়ালী থানার ওসি জাহেদুল কবির সাংবাদিকদের বলেন, খলিফাপট্টিতে মারামারি হয়েছে। এখনো কেউ আটকের ঘটনা জানা নাই। ঘটনার বিষয়ে খোঁজ নেয়া হচ্ছে।

পূর্ববর্তী নিবন্ধমাঠে ঢুকতে কেন বাধা
পরবর্তী নিবন্ধকক্সবাজার সৈকতে যুবকের মরদেহ