খরুচে বোলিংয়ের দিনে মোস্তাফিজের দুটি রেকর্ড

স্পোর্টস ডেস্ক | সোমবার , ১ এপ্রিল, ২০২৪ at ১১:০৬ পূর্বাহ্ণ

চেন্নাই সুপার কিংসের হয়ে আইপিএলে দারুণ দুটি ম্যাচের পর কিছুটা খরুচে দিন গেছে বাংলাদেশি পেসার মোস্তাফিজুর রহমানের। দিল্লি ক্যাপিটালসের বিপক্ষে গতকাল রোববার বিশাখাপত্তমে মুখোমুখি হয়েছিল চেন্নাই। ভেন্যুটিতে বেশ রান উঠবে সেটি আগেই জানা ছিল। ম্যাচজুড়েও আগে ব্যাট করা দিল্লির ব্যাটাররা সেটি সত্যি প্রমাণ করেন। যেখানে বাদ যাননি টাইগার পেসার মোস্তাফিজও। তবে এক উইকেট শিকারের মধ্য দিয়ে তিনি দুটি রেকর্ড গড়েছেন। টিটোয়েন্টিতে তিনশ উইকেট পাওয়ার কীর্তি গড়েছেন মোস্তাফিজ। বাংলাদেশি ক্রিকেটার হিসেবে যা দ্বিতীয়। এর আগে সাকিব আল হাসান টিটোয়েন্টিতে প্রথম তিনশ উইকেটের মাইলফলক পেরিয়েছেন। এক্ষেত্রে অবশ্য মোস্তাফিজ ওই রেকর্ড গড়েছেন দ্রুততম বোলার হিসেবে। ২৪৩তম ম্যাচে তিনি তিনশ উইকেটের অঙ্ক ছুঁয়েছেন। এর আগে সাকিব একই কীর্তি গড়তে খেলেছেন ২৬১ টিটোয়েন্টি ম্যাচ। এছাড়া টাইগারদের মধ্যে কম বয়সী বোলার হিসেবেও তিনশ উইকেট পেয়েছেন মোস্তাফিজ। বাঁহাতি এই পেসারের বর্তমান বয়স ২৮ বছর। এর আগে সাকিব যখন তিনশতম টিটোয়েন্টি উইকেট পেয়েছেন তখন তার বয়স ছিল ৩১ বছর। সবমিলিয়ে ৪২৮টি টিটোয়েন্টি ম্যাচে সাবেক এই টাইগার অধিনায়ক ৪৮২ উইকেট পেয়েছেন। ফরম্যাটটিতে সর্বোচ্চ উইকেটশিকারীর তালিকায় পাঁচ নম্বরে আছেন সাকিব। টিটোয়েন্টিতে সর্বোচ্চ উইকেট পেয়েছেন ওয়েস্ট ইন্ডিজের সাবেক অলরাউন্ডার ডোয়াইন ব্রাভো। এই তালিকায় মোস্তাফিজ আছেন ২৬ নম্বরে। দিল্লির বিপক্ষে গতকাল চার ওভার বল করে ৪৭ রান খরচ করেন ফিজ। বিনিময়ে পেয়েছেন এক উইকেট। চেন্নাই বোলারদের মার খাওয়ার দিনে দিল্লি আগে ব্যাট করে ১৯১ রানের বড় পুঁজি গড়ে। মোস্তাফিজদের বোলিং আক্রমণকে রীতিমত নাস্তানাবুদ করে রেখেছিলেন দিল্লি ক্যাপিটালসের দুই ওপেনার ডেভিড ওয়ার্নার ও পৃথ্বী শ। তাদের বিধ্বংসী ইনিংস থেকে বাদ যাননি দীপক চাহার, মোস্তাফিজুর রহমানদের কেউই। তবে সেখান থেকেও ফিরে আসে চেন্নাই। ফিরে আসার কৃতিত্বটা চেন্নাইয়ের লঙ্কান পেসার মাথিশা পাথিরানার। মোস্তাফিজুর রহমানের বলে ডেভিড ওয়ার্নারের দুর্দান্ত এক ক্যাচ নিয়েছেন তিনি। এছাড়া নিজে নিয়েছেন মিচেল মার্শ এবং ট্রিস্টান স্টাবসের গুরুত্বপূর্ণ দুই উইকেট। শেষদিকে মোস্তাফিজুর রহমান নিজেও চেষ্টা করেছেন। তবে তা খুব একটা কাজে আসেনি। চেন্নাইয়ের হয়ে তিন উইকেট পান পাথিরানা। বাংলাদেশের মোস্তাফিজুর রহমান পান এক উইকেট। পঞ্চম ওভারে বোলিংয়ে এসেছিলেন মোস্তাফিজ। পৃথ্বী শই ভুগিয়েছেন তাকে। মেরেছেন তিন চার। এক ওভারেই মোস্তাফিজ দেন ২০ রান। তবে তিনিই আবার এনে দেন ব্রেকথ্রু। দশম ওভারে ওয়ার্নার স্কুপ করতে চেয়েছিলেন। তবে লেগ গালিতে দারুণ এক ক্যাচ নেন পাথিরানা। মোস্তাফিজের ওভারে ছিল ১ চার এবং ১ ছয়। ইনিংসের শেষ ওভার করেন মোস্তাফিজ। তাতে দিয়েছেন আরও ১২ রান। সবমিলিয়ে ১ উইকেটের বিনিময়ে দিয়েছেন ৪৭ রান।

পূর্ববর্তী নিবন্ধআবার পাকিস্তান দলের অধিনায়ক বাবর
পরবর্তী নিবন্ধবিসিবি নিজস্ব টিভি চ্যানেল খুলবে