খরণদ্বীপে শাপলা সংঘের উঠান বৈঠক

| বৃহস্পতিবার , ২২ জানুয়ারি, ২০২৬ at ১০:৫৯ পূর্বাহ্ণ

ত্রয়োদশ সংসদ নির্বাচন উপলক্ষে বোয়ালখালী উপজেলার খরণদ্বীপ উত্তরপাড়া শাপলা সংঘের উদ্যোগে উঠান বৈঠক গত ১৮ জানুয়ারি অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মো. আজিজুল হক চেয়ারম্যান। তিনি বলেন, ধর্মীয় সম্প্রীতি অক্ষুণ্ন রাখতে হলে আগামী নির্বাচনে স্বাধীনতার সপক্ষের শক্তি বিএনপিকে বিজয়ী করতে হবে। সেজন্য ধর্ম বর্ণ নির্বিশেষে সবাইকে ভেদাভেদ ভুলে কাজ করার আহ্বান জানান । সংঘের সভাপতি গোপাল চক্রবর্তীর সভাপতিত্বে ও বিএনপি নেতা দিদার আলমের সঞ্চালনায় সভায় অতিথি ছিলেন আজাদ খান, ইমরান আলী শাহরুখ, মাহমুদুল্লাহ, বাবর আলী, সালাউদ্দিন রুবেল, মো. কাইছার, সঞ্জয় দাশ। উপস্থিত ছিলেন পুরোহিত তাপস চক্রবর্তী, আজাদ মোরশেদ, মো. কামাল, কাঞ্চন দে, বিপ্লব চৌধুরী, রুপন দে, মিন্টু চৌধুরী ও সুবল দে। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধপলোগ্রাউন্ড মাঠের সমাবেশ সফল করতে মহানগর বিএনপির প্রস্তুতি সভা
পরবর্তী নিবন্ধহাটহাজারীতে নারীর ঝুলন্ত মরদেহ উদ্ধার