খনিজ চুক্তির দ্বারপ্রান্তে ইউক্রেন-যুক্তরাষ্ট্র

| মঙ্গলবার , ২৫ ফেব্রুয়ারি, ২০২৫ at ৯:৩১ পূর্বাহ্ণ

যুক্তরাষ্ট্র ও ইউক্রেন খনিজ সম্পদ নিয়ে একটি চুক্তির কাছাকাছি পৌঁছে গেছে বলে জানিয়েছেন ইউক্রেনের এক উর্ধ্বতন কর্মকর্তা। খবর বিডিনিউজের।

সোমবার ইউক্রেনের উপপ্রধানমন্ত্রী ওলহা স্টেফানিশিনা এঙে লেখেন, আলোচনা খুবই গঠনমূলক হয়েছে। গুরুত্বপূর্ণ প্রায় সব খুঁটিনাটি বিষয় চূড়ান্ত হয়েছে। চুক্তিকে ইউক্রেনে রাশিয়ার তিন বছরের যুদ্ধ অবসানের কেন্দ্রবিন্দু হিসাবেই দেখা হচ্ছে। যুক্তরাষ্ট্র ইউক্রেনের জন্য সামরিক সহায়তা বজায় রাখার বিনিময়ে দেশটির খনিজ সম্পদ চায়।

তবে ইউক্রেন খনিজ সম্পদ দেওয়ার বিনিময়ে চায় নিরাপত্তার নিশ্চয়তা। গত সপ্তাহে ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি যুক্তরাষ্ট্রের ৫০ হাজার কোটি ডলারের খনিজ সম্পদের দাবি প্রত্যাখ্যান করেছিলেন।

তিনি বলেছিলেন, এই বিপুল পরিমাণ খনিজ সম্পদের বিনিময়ে প্রস্তাবে নিরাপত্তার কোনও নিশ্চয়তা দেওয়া হয়নি। আমি আমাদের দেশকে বিক্রি করে দিতে পারি না। এখন দুই পক্ষ একটি চুক্তির দ্বারপ্রান্তে পৌঁছেছে বলেই মনে হচ্ছে।

পূর্ববর্তী নিবন্ধ৬২০ ফিলিস্তিনি কারাবন্দির মুক্তি ছাড়া কোনও আলোচনা নয় : হামাস
পরবর্তী নিবন্ধযুক্তরাষ্ট্রে ইউএসএআইডির ১৬০০ কর্মী ছাঁটাই করছে ট্রাম্প প্রশাসন