খতিবে বাঙ্গাল কনফারেন্স উদযাপন পরিষদের প্রস্তুতি সভা ২৭ জুন

| রবিবার , ৯ জুন, ২০২৪ at ৯:৪৬ পূর্বাহ্ণ

জমিয়তুল ফালাহ মসজিদের খতিব এবং জামেয়া আহমদিয়া সুন্নিয়া কামিল মাদ্রাসার সাবেক অধ্যক্ষ আল্লামা জালাল উদ্দীন আলকাদেরী (রহ.) স্মরণে আয়োজন করা হবে ‘খতিবে বাঙ্গাল কনফারেন্স’। গত বৃহস্পতিবার সন্ধ্যায় জমিয়তুল ফালাহ জাতীয় মসজিদে অনুষ্ঠিত এক আলোচনা সভায় এ সিদ্ধান্ত গ্রহণ করা হয়। সভায় অধ্যক্ষ আল্লামা মুফতি হেলাল উদ্দিন আলকাদেরীকে আহবায়ক করে খতিবে বাঙ্গাল কনফারেন্স উদযাপন পরিষদ গঠন করা হয়। সভায় উপস্থিত ছিলেন আল্লামা সেলিম উদ্দিন আনোয়ারী, আল্লামা নিজাম উদ্দিন নোমানী, ব্যাংকার আবদুল্লাহ আল মামুন, মুহাম্মদ মুরশেদ রেজা, মীর মুহাম্মদ আবদুল মনসুর, মনসুর আলম, মুহাম্মদ শাহেদুল আলম, মুহাম্মদ জাকির হোছাইন বাবুল, হাফেজুর রহমান প্রমুখ। কনফারেন্স সফল করার লক্ষ্যে আগামী ২৭ জুন বাদে মাগরিব জুন জমিয়তুল ফলাহ মসজিদে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হবে। বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধমেরিন ড্রাইভ সড়কে বাইক দুর্ঘটনায় পর্যটক নিহত
পরবর্তী নিবন্ধখাজা চৌহরভী ছিলেন নূরানী জ্ঞানে ভাস্বর ও বেলায়তের নক্ষত্র