কাদিয়ানী সমপ্রদায়কে অমুসলিম ঘোষণার দাবিতে বছরব্যাপী কর্মসূচি ঘোষণা করেছে ‘সম্মিলিত খতমে নবুওয়ত পরিষদ’। গতকাল শনিবার দুপুরে ঢাকায় সোহরাওয়ার্দী উদ্যানে সংগঠনটির সম্মেলন থেকে নতুন কর্মসূচি ঘোষণা করা হয়। কর্মসূচি ঘোষণা করেন আন্তর্জাতিক মজলিসে তাহাফ্ফুজে খতমে নবুওয়ত বাংলাদেশের মহাসচিব মাওলানা মুহিউদ্দিন রাব্বানী। তিনি বলেন, ‘কাদিয়ানীদের অমুসলিম ঘোষণা করতে হবে। এই ঘোষণা না করা হলে জাতীয় ওলামা–মাশায়েখ সম্মেলন থেকে কঠিন থেকে কঠিনতর কর্মসূচি ঘোষণা করা হবে।’ খবর বিডিনিউজের।
কর্মসূচি তুলে ধরতে গিয়ে তিনি বলেন, আগামী ৩০ এপ্রিল পর্যন্ত আলেম–ওলামা ও তৌহিদী জনতার গণস্বাক্ষর নেওয়া হবে। মে ও জুন মাসে থাকবে সারা দেশে জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি দেওয়ার কর্মসূচি। আর জুলাই থেকে নভেম্বর পর্যন্ত দাবি আদায়ে প্রতি বিভাগে পর্যায়ক্রমে হবে খতমে নবুওয়ত সম্মেলন।
দাবি পূরণ না হলে ডিসেম্বরে জাতীয় ওলামা–মাশায়েক সম্মেলনে পরবর্তি কর্মসূচি ঘোষণা করা হবে বলে জানান মুহিউদ্দিন রাব্বানী। সোহরাওয়ার্দী উদ্যানে খতমে নবুওয়ত পরিষদের উদ্যোগে এই আন্তর্জাতিক মহাসম্মেলন হয়। সারাদেশ থেকে হাজার হাজার নেতাকর্মী এতে যোগ দেন। খতমে নবুয়তের মহাসম্মেলনে পাকিস্তান, ভারত, মিশর থেকে আলেম–ওলামা ও ইসলামী চিন্তাবিদরা অংশ নেন। এতে সভাপতিত্ব করেন খতমে নবুওয়াত সংরক্ষণ কমিটির আমীর আব্দুল হামিদ। সমাবেশে প্রধান অতিথি ছিলেন পাকিস্তানের জমিয়তে উলামায়ে ইসলামের সভাপতি মাওলানা ফজলুর রহমান।












